হিরণ অমৃতার কেমিস্ট্রি

জেল থেকে পালিয়েছে এক অপরাধী। অন্যায়ভাবে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি। সে মুক্তি চায়। অন্য দিকে বাড়ি থেকে পালিয়েছে একটি মেয়ে। তার প্রেম আছে, বন্ধুত্ব আছে। কিন্তু সে বিয়ে করবে না।

Advertisement
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০০:০০
Share:

জেল থেকে পালিয়েছে এক অপরাধী। অন্যায়ভাবে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি। সে মুক্তি চায়। অন্য দিকে বাড়ি থেকে পালিয়েছে একটি মেয়ে। তার প্রেম আছে, বন্ধুত্ব আছে। কিন্তু সে বিয়ে করবে না। দুজনের দেখা হয়। তাদের জার্নি, বন্ধুত্ব নিয়েই ‘জামাই ৪২০’-র পর আগামীকাল মুক্তি পাচ্ছে হিরণের ছবি ‘মেহের আলি’। ‘‘বাঙালি গল্প ভালবাসে। ছবির গল্প আর গান, যেগুলো এখনই রেডিও স্টেশনের চার্টবাস্টারে চলে এসেছে তার টানেই বাঙালি এই ছবি দেখবে।’’ বলছেন মেহের আলি ওরফে হিরণ। ‘মাচো মাস্তানা’-র সেই এইট প্যাক্সের হিরণ আর নেই। ওয়ার্ক আউট করে নিজের লুকটাই বদলে ফেলেছেন হিরণ। ছবিতে তাঁর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন অমৃতা চট্টোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement