প্রি-ম্যারেজ হনিমুনে পাওলি?

২০১৫-এর শুরুর দিকে তিনি স্বীকার করেছিলেন তাঁর জীবনে এক বিশেষ মানুষের উপস্থিতি। তবে মিডিয়ার কড়া নজর থেকে তাঁকে এত দিন আড়াল করেই রেখেছিলেন পাওলি দাম। অবশেষে দেখা মিলল তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৬ ১৭:৩০
Share:

সেলফি। ছবি: টুইটারের সৌজন্যে।

২০১৫-এর শুরুর দিকে তিনি স্বীকার করেছিলেন তাঁর জীবনে এক বিশেষ মানুষের উপস্থিতি। তবে মিডিয়ার কড়া নজর থেকে তাঁকে এত দিন আড়াল করেই রেখেছিলেন পাওলি দাম। অবশেষে দেখা মিলল তাঁর। তিনি অর্জুন দেব। ব্রাসেলসে পাওলির সঙ্গে একান্তে ছুটির মুহূর্তের সেলফি শেয়ার করলেন টুইটারে।

Advertisement

গুয়াহাটির রেস্তোরাঁ মালিক অর্জুনের ফিল্মি দুনিয়ার সঙ্গে কোনও সম্পর্ক নেই। এক কমন ফ্রেন্ডের মাধ্যমে অর্জুনের সঙ্গে আলাপ পাওলির। প্রথম দর্শনের ভাললাগা ক্রমশ ভালবাসায় পরিণত হয়। বিয়ে করার সিদ্ধান্ত নেন দু’জনেই। তবে ডেট এখনও ফাইনাল হয়নি।

দেখুন, ব্রাসেলস ডায়েরি @ পাওলি

Advertisement

পাওলির কথায়, ‘‘ওদের বাড়ি গুয়াহাটিতে। সিলেটি। শুঁটকি মাছ খায়। আবার সুশিও ভালবাসে। আমি ভীষণ লাকি টু হ্যাভ ফাউন্ড অর্জুন।’’

গত বছরের পুজোটা বেশ স্পেশাল ছিল নায়িকার কাছে। অর্জুনের বাড়ি থেকে মেখলা আর অসম সিল্ক তাঁকে গিফট দেওয়া হয়েছিল। কিন্তু প্রি-ম্যারেজ হনিমুন কেমন এনজয় করলেন নায়িকা? মুচকি হেসে এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি।

তবে এত দিন অর্জুনকে চিনতেন শুধু পাওলির আত্মীয়-বন্ধুরা। এ বার তাঁদের হলিডে ট্রিপ আর সেলফির সৌজন্যে অর্জুনকে চিনে নিলেন পাওলির অনুরাগীরাও।

আরও পড়ুন, অর্জুন, নাগরদোলা আর লাল-কালো অসম সিল্ক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement