Entertainment News

জন্মদিনে মিমির শুভেচ্ছার উত্তরে রাজ কী বললেন?

না! এখন আর তাঁদের মধ্যে কথা হয় না। ফোন, এসএমএস, হোয়াট্‌সঅ্যাপ সবই বন্ধ। কোনও অনুষ্ঠানে মুখোমুখি দেখা হয়ে গেলে একে অপরকে এড়িয়ে চলারই চেষ্টা করেন। তাঁরা, অর্থাত্ পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী মিমি চক্রবর্তী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১০
Share:

না! এখন আর তাঁদের মধ্যে কথা হয় না। ফোন, এসএমএস, হোয়াট্‌সঅ্যাপ সবই বন্ধ। কোনও অনুষ্ঠানে মুখোমুখি দেখা হয়ে গেলে একে অপরকে এড়িয়ে চলারই চেষ্টা করেন। তাঁরা, অর্থাত্ পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী মিমি চক্রবর্তী।

Advertisement

এই দুই সেলেবের মধ্যে কথা না হওয়ার কারণটা নতুন নয়। দীর্ঘ প্রেমের সম্পর্ক ভেঙেছে তাঁদের। রাজ নতুন করে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে। অন্তত টলিউডের একাধিক সূত্রের তেমনটাই দাবি। কিন্তু তা বলে সৌজন্য ভুলে গিয়েছেন রাজ-মিমি? এমনটা নয়। রিয়েল লাইফের এই নতুন জুটিকে মিমি আগে শুভেচ্ছাও জানিয়েছিলেন। এ বার রাজের জন্মদিনে উইশ করতেও দেখা গেল তাঁকে।

আরও পড়ুন, ‘আমাকেও রাজ সম্পর্কে লোকে কত কী বলেছে, আমি তো বিশ্বাস করিনি!’

Advertisement

না! কোনও পার্সোনাল স্পেসে নয়। বরং গত ২১ ফেব্রুয়ারি রাজের জন্মদিনে উইশ করার জন্য সোশ্যাল প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছিলেন নায়িকা। টুইটারে মিমি শুভেচ্ছা জানিয়েছিলেন রাজকে। সৌজন্য দেখিয়ে তার উত্তরও ফিরিয়ে দিয়েছেন রাজ। মিমিকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করে ধন্যবাদও দিয়েছেন। এ ভাবেই ওয়েব দুনিয়ায় কাছাকাছি এসেছেন এই প্রাক্তন জুটি।

আরও পড়ুন, রাজ-শুভশ্রীর প্রেম, মিমি বললেন…

তবে এ পর্যন্তই। রাজের জন্মদিনের স্পেশাল সেলিব্রেশনে দেখা গিয়েছে শুভশ্রীকে। গত বছর পার্টির মধ্যমণি ছিলেন মিমি। কিন্তু এ বছর সোশ্যাল মিডিয়ায় উইশ করা ছাড়া আর কোনও ভাবেই এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হননি মিমি। 😍

তবে এ পর্যন্তই। রাজের জন্মদিনের স্পেশাল সেলিব্রেশনে দেখা গিয়েছে শুভশ্রীকে। গত বছর পার্টির মধ্যমণি ছিলেন মিমি। কিন্তু এ বছর সোশ্যাল মিডিয়ায় উইশ করা ছাড়া আর কোনও ভাবেই এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হননি মিমি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement