এই ছবিটিই পোস্ট করেছেন রুক্মিণী। ছবি: টুইটারের সৌজন্যে।
গত ২৫ ডিসেম্বর ছিল দেবের জন্মদিন। এ বারের জন্মদিনটা একটু স্পেশ্যাল ছিল দেবের কাছে। কারণ গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে টলিউ়ের সবচেয়ে বড় বাজেটের ছবি ‘আমাজন অভিযান’। তার দায়িত্ব ছিল দেবের কাঁধে। দিনভর শুভেচ্ছা পেয়েছেন নায়ক। তার মধ্যেও কোনও কোনও উইশ একটু আলাদা হয় বৈকি!
আসলে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর কথা বলা হচ্ছে। ইন্ডাস্ট্রিতে শোনা যায়, তিনি দেবের বান্ধবী। যদিও রুক্মিণীর দাবি, দেব নাকি তাঁর বেস্ট ফ্রেন্ড। তবে দেবের জন্মদিনে লাইমলাইটে তিনিও ছিলেন।
গত ২৪ ডিসেম্বর রাতেই কেক কেটে সেলিব্রেট করেছেন দেব। সঙ্গে ছিলেন প্রিয়জনেরা। এক পাশে বাবা গুরুপদ অধিকারী, অন্যদিকে রুক্মিণীকে নিয়ে কেক কাটেন দেব। জমে ওঠে জন্মদিনের পার্টি।
আরও পড়ুন, আমাজনের শুটিংয়ে ভগবানের দেখা পেয়েছিলেন দেব!
তবে রুক্মিণী দেবের সঙ্গে তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যাপি বার্থডে সুইটস… হ্যাপি এভরিডে। লভ অ্যান্ড লাক।’
বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন ! ❤️✨
বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন