অভিজিৎ সেনকে জন্মদিনের শুভেচ্ছায় রাজকুমার হিরানি। ছবি: ফেসবুক।
শুক্রবার সন্ধ্যা থেকে তিনি কেকে মাখামাখি! চ্যানেলে তাঁর জন্মদিনের উদ্যাপন। মিঠুন চক্রবর্তী, দেব, প্রযোজক অতনু রায়চৌধুরী তো আছেনই। শনিবার, জন্মদিনের দিন সকালে মুম্বই থেকে শুভেচ্ছাবার্তা এসেছে! “আপনি সাফল্যের চূড়ায় উঠুন”, পরিচালক অভিজিৎ সেনকে বার্তা পাঠিয়েছেন বলিউডের তারকা পরিচালক রাজকুমার হিরানি।
তার থেকেও বড় কথা, ‘প্রজাপতি ২’-এর পরিচালক নাকি ওজন ঝরিয়ে ছিপছিপে!
আপনাদের পরের ছবির নায়ক কি আপনিই? প্রশ্ন ছিল আনন্দবাজার ডট কম-এর। ফোনের ও পারে প্রাণখোলা হাসি। অভিজিতের কথায়, “‘প্রজাপতি ২’-এর টানা শুটিং করতে করতেই ওজন কমেছিল বেশ। যতটা ওজন ঝরিয়েছিলাম, সেটা পূরণ হয়ে যাবে এই দু’দিনে। গত সন্ধ্যা থেকে জি বাংলায় কেক কাটার পর্ব চলছে। মধ্যরাত পেরিয়ে বাড়িতে ঢুকেছি। সেখানে স্ত্রী, দুই সন্তান কেক হাতে অপেক্ষায়।” পরিচালকের বক্তব্যে ‘সুখী গৃহকোণ’-এর ছবি। তাঁর বাবা সকাল সকাল থলি হাতে বাজারে। মাছ, মাংস, মায়ের হাতের পায়েস— আজ চেটেপুটে পাত সাফ!
চ্যানেলে কেক কেটে অভিজিৎ সেনের জন্মদিন উদ্যাপন। ছবি: সংগৃহীত।
তার পরেই গম্ভীর গলায় জানালেন, ছোট থেকে অভিনয় তাঁর নেশা। পড়াশোনার পাশাপাশি নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। পাকাপাকি পরিচালনায় আসার আগে পর্যন্ত নিয়মিত মঞ্চাভিনয় করেছেন। “পরিচালনা সামলে অভিনয় করা সম্ভব নয়। তবে ভাল চরিত্র বা ভাল পরিচালকের ছবিতে সুযোগ পেলে অবশ্যই ভেবে দেখব”, বক্তব্য তাঁর। ইতিমধ্যেই মিঠুন-দেব অভিনীত ‘প্রজাপতি ২’ ছবির শুটিংয়ের ৯০ শতাংশ শেষ হয়ে গিয়েছে। খবর, গান আর ছোট ছোট দৃশ্যের শুটিং বাকি, যা প্রধানত মিঠুন আর দেবকে ঘিরেই। লন্ডনেও গানের দৃশ্যের শুটিং হয়েছে। এ বার নাকি কলকাতায় অন্য গানের শুটিং হবে। যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ পরিচালক।
জন্মদিনে আর কী পরিকল্পনা তাঁর? অভিজিৎ বললেন, “শনিবার থেকে শুরু হচ্ছে আমার আর একটি প্রিয় অনুষ্ঠান ‘সারেগামাপা’। এ বার অনেক কিছু নতুনত্ব রাখার চেষ্টা করছি। যেমন, অনেক বছর পরে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় আবার বিচারকের আসনে। এই প্রথম স্থায়ী বিচারক রূপম ইসলাম, শুভমিতা বন্দ্যোপাধ্যায়। এ বছর আমরা বাংলার গায়ক-গায়িকাদের প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি।”