Entertainment News

বিয়ের এক মাস পূর্ণ, কেমন আছেন শুভশ্রী?

আদতে শুভশ্রীর জীবন খুব একটা বদলায়নি। বিয়ের আগেও যেমন বাবা-মায়ের আদর পেতেন, তেমনই শ্বশুরবাড়িতেও একই রকম যত্নে রয়েছেন তিনি। আর রাজ যে শুভশ্রীকে কতটা ভালবাসেন, কেয়ার করেন তা তো বিয়ে পর্বেই দেখেছেন সকলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০১৮ ১৩:১১
Share:

গায়ে হলুদে শুভশ্রী। ছবি: ফেসবুকের সৌজন্যে।

দম্পতি হিসেবে ঠিক এক মাস পূর্ণ করলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ১১মে বাওয়ালি রাজবাড়িতে বসেছিল তাঁদের বিয়ের আসর। তার পর আরবানায় রিসেপশন। বিয়ের ঠিক এক মাস পরে কেমন আছেন দম্পতি?

Advertisement

আদতে শুভশ্রীর জীবন খুব একটা বদলায়নি। বিয়ের আগেও যেমন বাবা-মায়ের আদর পেতেন, তেমনই শ্বশুরবাড়িতেও একই রকম যত্নে রয়েছেন তিনি। আর রাজ যে শুভশ্রীকে কতটা ভালবাসেন, কেয়ার করেন তা তো বিয়ে পর্বেই দেখেছেন সকলে।

আজকের দিনটা শুটিংয়ে নিজেকে ব্যস্ত রাখেননি শুভশ্রী। তবে কোনও স্পেশ্যাল প্ল্যান রয়েছে কিনা তা শেয়ার করতে চাইলেন না। শুধু অভিনন্দন জানানোর উত্তরে লাজুক হেসে বললেন, ‘ধন্যবাদ’।

Advertisement

আরও পড়ুন, দিতিপ্রিয়া মাধ্যমিকে কত পেল জানেন?

আপাতত দু’জনেই কাজে ফিরেছেন। ‘কাটমুন্ডু’র সিক্যুয়েল পিছিয়ে গেলেও ‘অ্যাডভেঞ্চারস্ অব জোজো’র শুটিং শুরু করে দিয়েছেন রাজ। অন্যদিকে শুভশ্রীও দ্রুত ফ্লোরে ফেরার অপেক্ষায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement