Nusrat Jahan Vs Zinia Sen

‘আমি কিন্তু অর্ডার পেয়ে বর্ডার ক্রস করেছি’! নুসরতের আইটেম গানে নতুন ‘মশালা’ ছড়ালেন জ়িনিয়া?

“আমি বলব, নুসরত অভিনীত গানটি আইটেম গানের থেকেও বেশি সিচ্যুয়েশনাল গান। ছবির গল্পকে এগিয়ে নিয়ে যাবে”, দাবি কাহিনি-চিত্রনাট্যকারের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৬:১৭
Share:

নুসরত জাহানের জন্য গান লিখলেন জ়িনিয়া সেন। ছবি: ফেসবুক।

পর্দা জুড়ে লাস্য ছড়াবেন নুসরত জাহান। তাল মেলাবেন ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না’ ‘আইটেম গান’-এ। এমন ধারার গান লিখেছেন কে? কাহিনি-চিত্রনাট্যকার জ়িনিয়া সেন, টলিউড যাঁকে সাধারণত গম্ভীর বিষয় নিয়ে ছবির গল্পলেখক বা চিত্রনাট্যকার রূপে জানে। কী করে এমন ‘মশালা’ গান লিখে ফেললেন? প্রশ্ন ছিল আনন্দবাজার ডট কম-এর। পাল্টা রহস্য ছড়ালেন তিনিও। জ়িনিয়া হাসতে হাসতে বললেন, “আমি কিন্তু অর্ডার পেয়ে তবে বর্ডার ক্রস করেছি!”

Advertisement

কিন্তু জ়িনিয়ার কলম কী করে নিজের টানা গণ্ডি পেরিয়ে আইটেম গান লিখে ফেলল?

কাহিনি-চিত্রনাট্যকারের কথায়, “প্রথমত, এই গানকে ‘আইটেম গান’-এর বদলে ‘সিচ্যুয়েশনাল সং’ বলব আমি। নুসরত অভিনীত গানটি ছবির গতি বাড়াবে। অনেক না-বলা কথা এই গানের মাধ্যমে বুঝে যাবেন দর্শক। দুই, শিলাজিৎদার কাঁধে গানের দায়িত্ব। তাঁকে দৃশ্য বোঝানোর কথা আমার। তত দিনে গানের এই ‘হুক লাইন’ তৈরি করে সুর করে ফেলেছেন তিনি। শিবু বলেছিল, ওঁকে গান এবং দৃশ্যের মূল ভাব লিখে বুঝিয়ে দাও।” জ়িনিয়া গদ্যে লেখার বদলে ছন্দে লিখেছিলেন। শিলাজিৎ সেই কবিতায় সুর দিয়ে গানের রূপ দিয়েছেন।

Advertisement

নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘রক্তবীজ ২’। সেই ছবিতে গানের তালে উষ্ণতা ছড়াবেন নুসরত। উর্ধ্বাঙ্গ ঢাকা কাঁচুলির মতো ব্লাউজে। সঙ্গে ছোট ঝুলের ঘাঘরা। পুরো পোশাকে কাচের কারুকাজ। সদ্য মুক্তি পাওয়া গানের ঝলক বলছে, এই গানে এই সাজে নুসরতকে নতুন ভাবে চিনবে বাংলা বিনোদনদুনিয়া। শিলাজিৎ মজুমদারের সুরে গেয়েছেন শ্রেষ্ঠা দাস।

২০২৩-এ ‘রক্তবীজ’ ছবিতে ‘কেন গোবিন্দ দাঁত মাজে না’ দিয়ে বড় প্রবেশ অঙ্কুশ হাজরার। সিক্যুয়েলে তিনি হাড়হিম খলনায়ক ‘মুনির আলম’। পরের সিক্যুয়েলে কি নুসরতের পালা?

“এখনও এতটা ভাবা হয়নি। আবার সেই সম্ভাবনা একেবারে উড়িয়েও দেওয়া যায় না”, ফের রহস্য ছড়ালেন জ়িনিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement