Pre Birthday Celebration Of Shymoupti Mudly

শেফের বানানো কেক, নামজাদা রিসর্টে উদ্‌যাপন! জন্মদিনের আগেই শ্যামৌপ্তিকে চমকে দিলেন রণজয়

এক ঢিলে দুই পাখি মেরেছেন অভিনেতা! বিশেষ কাজে গিয়ে সেখানেই অভিনেত্রী প্রেমিকার জন্মদিন উদ্‌যাপন শুরু করলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২১:০৫
Share:

জন্মদিন আসার আগেই উদ্‌যাপন শুরু শ্যামৌপ্তি মুদলির। ছবি: ইনস্টাগ্রাম।

শ্যামৌপ্তি মুদলিকে চমকে দিলেন রণজয় বিষ্ণু! জন্মদিনের পাঁচ দিন আগে থেকে ‘প্রিয় বান্ধবী’র জন্মদিনের উদ্‌যাপন শুরু করে দিলেন নায়ক!

Advertisement

তাও আবার যে সে জায়গায় নয়। কলকাতার প্রান্তে অবস্থিত বিলাসবহুল রিসর্ট বেছে নিয়েছিলেন রণজয়। লাল-সাদা বেলুন দিয়ে সুন্দর করে সাজানো ঘর। টেবিলে রাখা রিসর্টের নামজাদা শেফের বানানো চকলেট কেক আর পানীয়। ভালমন্দ খাওয়া-দাওয়াও বাদ যায়নি।

শ্যামৌপ্তি মুদলিকে রণজয় বিষ্ণুর আগাম উপহার? ছবি: ইনস্টাগ্রাম।

এই প্রথম জন্মদিনের এত আগে থেকে উদ্‌যাপনের শুরু? প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম। লাজুক কণ্ঠে স্বীকার করলেন শ্যামৌপ্তি, “এই প্রথম আমার পছন্দের জায়গায় এ ভাবে আগাম জন্মদিন পালন হল।” রণজয় আর শ্যামৌপ্তি এও জানিয়েছেন, অক্টোবরের শেষ মানেই বড়দিনের ‘কেক মিক্সিং’-এর পালা। তারই নাকি আমন্ত্রণ ছিল যুগলের। তখনই পরিকল্পনা করে পুরোটা ঘটান অভিনেতা।

Advertisement

জন্মদিনের দিন তা হলে কী হবে? শ্যামৌপ্তি বলেছেন, “আগে ঠিক ছিল, জন্মদিনের দিন শুটিংয়ে কলকাতার বাইরে থাকব। সেটা হচ্ছে না। ফলে, সকাল থেকে বাড়িতে। মায়ের হাতের রকমারি রান্না দিয়ে এ দিনের ভূরিভোজ।” আগের রাতে রণজয় এবং বন্ধুরা মিলে কেক কাটবেন। অভিনেত্রী উদ্‌যাপনের বাকিটাও ছেড়ে দিয়েছেন তাঁদের উপরেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement