কাকে পাশে নিয়ে কেক কাটলেন রুক্মিণী? ছবি: সংগৃহীত।
চারদিকে আলোর রোশনাই। লাল, হলুদ, সোনালি বেলুনে সাজানো গোটা বাড়ি। দক্ষিণ কলকাতার মৈত্র বাড়িতে এ দিন উৎসব। কারণ, বাড়ির মেয়ের যে জন্মদিন! প্রতি বছর ২৬ জুন মধ্যরাত থেকে শুরু হয় রুক্মিণীর জন্মদিনের উদ্যাপন, যার রেশ কাটতে কাটতে পেরিয়ে যায় প্রায় দু’দিন। জন্মদিনে প্রিয় বন্ধু, পরিবারকে নিয়ে সময় কাটাতে ভালবাসেন নায়িকা। এ কথা অনেক সময়েই তিনি বলেছেন। অভিনেত্রী পিয়ান সরকার রুক্মিণীর খুবই কাছের বন্ধু। স্কুলের ‘গার্ল গ্যাং’ বাদ দিলে হাতে গোনা কয়েক জনকে দেখা যায় নায়িকার ঘনিষ্ঠ মহলে। তাঁদের মধ্যে অন্যতম হলেন পিয়ান। এই বছরও মাঝরাতে বসেছিল জন্মদিনের আড্ডা। যদিও নায়িকা একেবারেই পছন্দ করেন না তাঁর জন্মদিনের অন্দরের কথা কোনও ভাবে বাইরে আলোচনা হোক। সেই গোপনীয়তা বজায় রাখেন রুক্মিণীর ঘনিষ্ঠ বন্ধুরাও।
তাই ২৬ জুন রাতে কী ভাবে উদ্যাপন হল রুক্মিণীর জন্মদিন তা খুব একটা খোলসা করলেন না পিয়ান। ভোর অবধি চলেছে খাওয়া-দাওয়া। তাই স্বাভাবিক ভাবেই ঘুম থেকে ওঠা হয়েছে দেরিতে। আনন্দবাজার ডট কমকে পিয়ান বললেন, “দেব, রুক্মিণী আমার খুব ভাল বন্ধু। ওদের জন্মদিন নিয়ে বাইরে কথা হোক, ওরা সে ভাবে চায় না। আমিও ওদের গোপনীয়তাকে সম্মান করি। তাই খুব বেশি কিছু বলতে পারব না।” তবে রুক্মিণীর জন্মদিন মানে তাঁদের কাছে উৎসবের মতো, সে কথা জানালেন পিয়ান। বললেন, “প্রতি বছরের মতো খুব হুল্লোড় করেছি। ভোর ৪টে পর্যন্ত আমাদের পার্টি হয়েছে। এখনও পর্যন্ত কোনও উপহার দিইনি। এখন কিনতে যাব।”
প্রতি বছর ২৭ জুন বড় করে জন্মদিনের আয়োজন করেন নায়িকা। ইন্ডাস্ট্রির অনেকেই থাকেন আমন্ত্রিতের তালিকায়। বড় কেক আসে। এ বছরও যে তেমনই কিছু পরিকল্পনা হয়েছে, আভাস পাওয়া গেল পিয়ানের কথায়। বান্ধবীকে ভাল একটা শাড়ি উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।