Saif Ali Khan

ঘরবন্দি হয়ে কী ভাবে সময় কাটাচ্ছেন করিনা-সেফরা?

নবাব বইপোকা হলেও বেগম যে তা নন, সেটা করিনা মজার ছলে নিজের পোস্টে বুঝিয়েও দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০২০ ০৩:২৫
Share:

থ্রোব্যাক ছবি, রোমে সেফ-করিনা

যাঁরা সারা দিন ব্যস্ত, তাঁদের পক্ষে দিনের পর দিন ঘরবন্দি থাকাটা মোটেই সহজ নয়। তবে পরিস্থিতির কারণে সেটা কিন্তু তাঁরা হাসিমুখে করছেন। করিনা কপূর খান সপরিবার কোয়ালিটি টাইম কাটানোর মিষ্টি ছবি পোস্ট করেছেন। তৈমুরকে যে সময়টা তিনি এবং সেফ আলি খান একসঙ্গে দিচ্ছেন, তেমন বড় একটা মেলে না। কখনও বাড়ির বারান্দায় গাছ লাগাচ্ছে বাবা-ছেলে। কখনও বইয়ে মশগুল সেফ। তাঁর বইয়ের প্রতি ভালবাসার কথা নতুন নয়। তবে নবাব বইপোকা হলেও বেগম যে তা নন, সেটা করিনা মজার ছলে নিজের পোস্টে বুঝিয়েও দিয়েছেন। সেফের ছবির পাশে, সেই স্টাডিতেই করিনা নিজেরও একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি ফোন নিয়ে ব্যস্ত। লিখেছেন, ‘‘মনে হচ্ছে, গোটা সপ্তাহটাই ও ‘বুকড’, আর আমি ইনস্টাগ্রাম করছি।’’ এর পাশাপাশি বেবো নিজেদের একটি থ্রো ব্যাক ছবিও পোস্ট করেছেন। কলোসিয়ামের সামনে দাঁড়িয়ে সেফ-করিনা। নেটিজ়েনদের একাংশ সে ছবি দেখে ভেবেছে, তাঁরা বোধহয় সদ্য ইটালি ঘুরে এসেছেন। এই পরিস্থিতিতে তাঁরা কেন গেলেন, কেউ সেই প্রশ্ন করেছেন। আবার কেউ সেফ-করিনার শরীর কেমন আছে, তা নিয়েও উদ্বিগ্ন। তবে করিনার পোস্টে পরিষ্কার ছবিটি বেশ পুরনো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন