Jowar Bhanta

শুটিংয়ের চাপে ছুটি নেওয়ার উপায় নেই, দুধের সাধ ঘোলে মেটাতে কী করল ‘জোয়ার ভাঁটা’র নিশা-উজি?

দুই বোনের গল্প শুরু হয়েছে বেশ কিছু দিন হল। প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে এই ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকটি। কাজের ফাঁকে কী করেন তাঁরা স্টুডিয়োয়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৩:১২
Share:

কী করলেন শ্রুতি, আরাত্রিকারা? ছবি: সংগৃহীত।

মাসে একটা ছুটি। দিনে ১৪ ঘণ্টা শুটিং। ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের এটাই রোজনামচা। একমাত্র দুর্গাপুজোর চারটে দিন টানা ছুটি পান তাঁরা। আর যে অনুষ্ঠানই হোক না কেন, নায়ক-নায়িকাদের ছুটি পাওয়ার উপায় নেই। তাই দুধের সাধ ঘোলে মেটাতে কী করলেন ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের নিশা এবং উজি?

Advertisement

দুই বোনের গল্প শুরু হয়েছে বেশ কিছু দিন হল। প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে এই কাহিনি। প্রথম দিন থেকেই কাহিনিতে দেখা যাচ্ছে টানটান উত্তেজনা। বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে কলকাতায় এসেছে তারা। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে, গল্প অনুযায়ী অভিনেত্রী চাঁদনি সাহা, আরাত্রিকা মাইতি আর শ্রুতি দাসকে দেখা যাচ্ছে ভিন্ন পরিস্থিতিতে। কিন্তু বাস্তবের চিত্র একেবারেই আলাদা।

শট ‘কাট’ হলেই তাঁরা কিন্তু বন্ধু। একসঙ্গে গল্প করা, খাওয়াদাওয়া সবই চলে সেটে। শুটিংয়ের চাপে স্টুডিয়োর বাইরে যদিও একসঙ্গে খুব একটা ঘোরা হয় না। সেই সমস্যাও এ বার সমাধান করে ফেললেন তাঁরা। টালিগঞ্জের স্টুডিয়োয় ডেকে নিলেন ‘ফুচকাকাকু’কে। একের পর এক ফুচকা মুখে দিলেন। ফুচকা খেতে খেতে আরাত্রিকা বললেন, “স্টুডিয়োয় পুজো করছি। এখানেই সব কিছু আমাদের।” অন্য দিকে শ্রুতির কথায়, আলাদা কোনও ছুটি নেই বলে স্টুডিয়োয় ফুচকাকাকুকে ডেকেই ফুচকা খেতে হবে। নায়িকা যোগ করেন, “এ একপ্রকার দুধের সাধ ঘোলে মেটানো।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement