Entertainment News

‘কৌন বনেগা ক্রোড়পতি’র আসন্ন সিজনে কী ভাবে অংশ নেবেন?

কেবিসির এই সিজনে অংশ নিতে গেলে আপনার ১৮ বছর বয়স হতে হবে। এ ছাড়া অবশ্যই আপনার ভারতীয় নাগরিক হওয়া আবশ্যক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৭ ১৪:০৬
Share:

দীর্ঘ প্রতীক্ষার শেষ। ফের শুরু হচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’। নবম সিজনেরও হোস্ট অমিতাভ বচ্চন। শুক্রবার সংশ্লিষ্ট চ্যানেলে সম্প্রচারিত হবে কেবিসির স্পেশ্যাল কার্টেন রেইজার এপিসোড। জানেন, আপনি কী ভাবে এই শো-এ অংশ নেবেন? কী ভাবে রেজিস্টার করবেন অনলাইনে?

Advertisement

অংশ নেওয়ার শর্ত:
কেবিসির এই সিজনে অংশ নিতে গেলে আপনার ১৮ বছর বয়স হতে হবে। এ ছাড়া অবশ্যই আপনার ভারতীয় নাগরিক হওয়া আবশ্যক।

কী ভাবে রেজিস্টার করবেন?
কেবিসির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিগত তথ্য দিয়ে আপনাকে একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। কেবিসি লাইভ রেজিস্ট্রেশন কোয়েশ্চেন স্পেশ্যাল পেজে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন।

Advertisement

আরও পড়ুন, চ্যাঙ্কি পাণ্ডের মেয়ের ডিএনএ টেস্টের দাবি তুললেন ফারহা?

রেজিস্ট্রেশনের জন্য কী ভাবে প্রশ্নের উত্তর দেবেন?
কেবিসির রেজিস্ট্রেশনের জন্য প্রশ্নের উত্তর এসএমএস, ইন্টার‌্যাকটিভ ভয়েস রেসপন্সের মাধ্যমে দিতে পারবেন দর্শক।

কেবিসিতে অংশ নেওয়ার পদ্ধতি:
কেবিসি ৯-এ অংশ নিতে গেলে প্রতিযোগীকে তিনটি ধাপ পেরতে হবে। প্রথম ধাপে কম্পিউটারের বিশেষ সফটওয়্যারে র‌্যান্ডাম সিলেকশনের মাধ্যমে বেছে নেওয়া হবে। দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশনের সময় দেওয়া টেলিফোন নম্বরে ফোন করা হবে। শেষ রাউন্ডে প্রতিযোগীদের শর্টলিস্ট করা হবে।

আরও পড়ুন, ইনিই কি সুহানার বিশেষ বন্ধু?

কেবিসির নতুন সিজনে নতুন ফিচারও যোগ করা হয়েছে। যেমন, ফোন-আ-ফ্রেন্ড এর আপডেটেড ভার্সন ভিডিয়ো-আ-ফ্রেন্ড। এ ছাড়া নতুন লাইফলাইন ‘জোড়িদার’-এ প্রতিযোগীর সঙ্গে তাঁর পার্টনারও হটসিটে বসতে পারবেন। পুরস্কারমূল্যও বাড়িয়ে করা হয়েছে সাত কোটি টাকা। ২৮ অগস্ট থেকে কেবিসি সম্প্রচার শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন