বাঁচতে হলে

মুম্বইয়ে কাজ করতে হলে হতাশা আসতে পারে। নতুন শহর। খাওয়াদাওয়া থেকে মানুষজন সবই আলাদা। এই মানসিক প্রস্তুতি নিয়েই ফ্লাইটে টিকিট কাটুন।

Advertisement
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ০১:১৩
Share:

মুম্বইয়ে কাজ করতে হলে হতাশা আসতে পারে। নতুন শহর। খাওয়াদাওয়া থেকে মানুষজন সবই আলাদা। এই মানসিক প্রস্তুতি নিয়েই ফ্লাইটে টিকিট কাটুন।

Advertisement

টিকিট কাটার আগে নেটে হাইপারটেনশন আর নিরাপত্তাহীনতা দূর করার টিপসগুলো দেখে নেবেন।

গাঁজা খেলে যে রোগা হবেন এই প্রচলিত ‘মিথ’য়ে বিশ্বাস করবেন না।

Advertisement

পুরুষ বন্ধু তৈরি করুন। কিন্তু কোনও কমিটমেন্টের আশা করবেন না।

মনে রাখতে হবে কাজই আপনার সব চেয়ে ভাল বন্ধু।

হাতে পয়সা এলেই বিলাসিতায় উড়িয়ে দেবেন না। টাকা জমান।

পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন।

ইন্ডাস্ট্রির বাইরে বন্ধু তৈরি করুন

শ্যুটিংয়ের বাইরে নাটক দেখা, বই পড়া, সিনেমা দেখা, গান শোনার মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন

মনের জোর আর ধৈর্য বাড়ান। সুযোগ হয়তো দেরিতেই আসবে। কিন্তু যখন সুযোগ আসবে সেটা গ্রহণ করার
মানসিকতা যেন আপনার মধ্যে থাকে।

চেষ্টা করুন বিশ্বাসযোগ্য পথপ্রদর্শক পাওয়ার। যাঁর পরামর্শে আপনি দিগভ্রষ্ট হবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement