Hrithik Roshan

৯৭ কোটির ফ্ল্যাটে থাকবেন প্রেমিকা সাবা, মাসে কত টাকা ভাড়া নেবেন ‘বাড়িওয়ালা’ হৃতিক?

জুহুতে হৃতিকের একটি বিলাসবহুল সমুদ্রমুখী ফ্ল্যাট রয়েছে। সেটাই প্রেমিকাকে ভাড়া দিলেন অভিনেতা। সাবার থেকে মাসিক ভাড়াও নেবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১২:০৮
Share:

প্রেমিক হৃতিক যখন সাবার বাড়িওয়ালা। ছবি: সংগৃহীত।

প্রেমের জন্য কত কিছুই না করে থাকে মানুষ। বছর তিনেক হল অভিনেত্রী-সঙ্গীতশিল্পী সাবা আজ়াদের সঙ্গে সম্পর্কে রয়েছেন হৃতিক রোশন। এ বার কি সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাঁরা? জানা যাচ্ছে, জুহুতে অভিনেতার যে বিলাসবহুল সমুদ্রমুখী ফ্ল্যাট রয়েছে, সেটাই প্রেমিকাকে ভাড়া দিয়েছেন তিনি। সাবার থেকে প্রতি মাসে ভাড়াও নেবেন।

Advertisement

হৃতিকের বহুতলের নাম ‘মন্নত অ্যাপার্টমেন্ট’। এরই ১৬ তলায় সাবার ভাড়া নেওয়া ফ্ল্যাট। এক বছরের জন্য ভাড়া নিয়েছেন সাবা। তবে প্রেমিকের ফ্ল্যাট বলে বিনামূল্যে থাকবেন না! রীতিমতো বাড়িভাড়া দেবেন তিনি। শোনা যাচ্ছে, প্রতি মাসে ৭৫ হাজার টাকা করে ভাড়া গুনবেন তিনি। এই বাড়ির আয়তন প্রায় ১,১০০ বর্গফুট। তিন কামরার এই ফ্ল্যাটটিতে সমুদ্রমুখী বারান্দা রয়েছে, সঙ্গে আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জা এবং সমস্ত বিলাসবহুল সুযোগ-সুবিধা রয়েছে। যদিও ওই এলাকায় বাড়ির ভাড়া মোটামুটি ২ লক্ষ টাকা। তবে প্রেমিকাকে জলের দরেই এমন সুন্দর ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন হৃত্বিক।

সাবা ও হৃত্বিকের বয়সে বেশ ফারাক রয়েছে। অভিনেতা পঞ্চাশ ছুঁয়ে ফেলেছেন। অন্য দিকে, গত বছর ১ নভেম্বর ৩৮-এ পা দিয়েছেন সাবা। খ্যাতনামী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। যদিও সাবার পরিবার নাটকের সঙ্গে যুক্ত। তিনি সফদর হাশমির ভাইঝি। ছোটবেলায় অভিনয় করেছেন জননাট্যমঞ্চে। তবু তারকা অভিনেতার প্রেমিকা হওয়ার মাসুল গুনতে হয়েছে তাঁকে। হৃতিকের প্রেমিকা হওয়ার জন্য ছোটখাটো কিছু কাজ খুইয়েছেন সাবা। নিরন্তর সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। যদিও সাবা বলেন, ‘‘এই ক’বছরে নিজের গায়ের চামড়া মোটা করে নিয়েছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement