কেন ঘাগরা পরার পরামর্শ দিলেন সলমন? ছবি: সংগৃহীত।
তিনি বলিউডের মহাতারকা। খ্যাতি তাঁর নামের সঙ্গেই জুড়ে রয়েছে। কিন্তু সলমন খান নিজে মনে করেন, বিখ্যাত হতে গেলে এখন ঘাগরা চোলি পরে নাচতে হবে। শুধু নারীদের নয়, এই একটি কাজ করলে পুরুষেরাও নাকি বিখ্যাত হতে পারবেন!
সম্প্রতি শুরু হয়েছে সলমন খান সঞ্চালিত ছোটপর্দার জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস্ ১৯’। এই অনুষ্ঠান সূচনার মঞ্চেই এই মন্তব্য করেন সলমন। অনুষ্ঠানে নীলম গিরি নামে এক প্রতিযোগী সলমনকে জানান, সমাজমাধ্যমে তাঁর প্রতিটি নাচের ভিডিয়ো লক্ষ লক্ষ মানুষ দেখেন। প্রায় ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ‘ভিউ’ হয়। নীলম সাধারণত ভোজপুরি গানের সঙ্গে নাচেন এবং সেই ভিডিয়োগুলি সমাজমাধ্যমে ভাগ করে নেন।
নীলমের এই মন্তব্য শুনে আঁতকে ওঠেন সলমন। মঞ্চে ছিলেন আরও এক প্রতিযোগী প্রণিত মোরে। পেশায় কৌতুকশিল্পীকে সলমন প্রশ্ন করেছিলেন, তাঁর ‘স্ট্যান্ডআপ কমেডি’র ভিডিয়ো কত দর্শক দেখেন? প্রণিত জানান, নীলমের চেয়ে তাঁর ভিডিয়ো অনেক কম দর্শক দেখেন। এই শুনেই প্রণিতকে পরামর্শ দেন ভাইজান। তিনি বলেন, “আমি একটা পরামর্শ দিই বরং তোমাকে। ঘাগরা চোলি পরে নাচ করতে শুরু করো। অনেক ভিউ আসবে।”
সলমনের এই মন্তব্যে হাসির রোল ওঠে মঞ্চে। প্রত্যেক বছর এই রিয়্যালিটি শোয়ের জন্য মুখিয়ে থাকেন ছোটপর্দার দর্শক। প্রত্যেক বছরেই থাকে ভিন্ন চমক। এই বছরের সিজ়নে নাকি থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কিছু চমক। এ বারও সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সলমনই।