মন ভাঙার যন্ত্রণার কথা জানালেন সলমন! ছবি: সংগৃহীত।
কবে বিয়ে করবেন সলমন খান, বছরের পর বছর এ প্রশ্ন করে যাচ্ছেন অনুরাগীরা। একাধিক বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু পরিণতি পায়নি একটিও। যদিও তিনি নাকি সঙ্গীতা বিজলানিকে বিয়ে করবেন বলে মনস্থির করে ফেলেছিলেন। বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে দেন সঙ্গীতা। তার পর সোমি আলি, ঐশ্বর্যা রাই, ক্যাটরিনা কইফ-সহ একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে থেকেছেন সলমন খান। প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে প্রচুর, তবে ‘বিবাহিত’ তকমা এখনও লাগেনি। যদিও ক্যাটরিনার বিয়ে হয়ে যাওয়ার পর ইউলিয়া ভন্তুরের সঙ্গে দীর্ঘ দিন ধরে তিনি সম্পর্কে রয়েছেন বলেই জল্পনা। কিন্তু এ বার সলমন ঘোষণা করলেন, তিনি কখনও প্রেমের সম্পর্কেও জড়াননি! তবে কি ইউলিয়ার সঙ্গেও প্রেমটা টিঁকল না সলমনের?
রোমানিয়ার গায়িকা-অভিনেত্রী ইউলিয়া সে দেশের এক অনুষ্ঠানের সঞ্চালিকা হিসাবে প্রবল জনপ্রিয়। এ দেশে গুরু রণধাওয়ার সঙ্গে তাঁর মিউজ়িক ভিডিয়ো ‘ম্যাঁয় চলা’ও তাঁকে নিয়ে এসেছে খ্যাতির আলোয়। সেই ভিডিয়োয় কাজ করেছেন সলমনও। এই ভিডিয়ো ঘিরেই সলমন-ইউলিয়ার প্রেমের চর্চা তুঙ্গে। বিভিন্ন সময়ে নানা জায়গায় তাঁদের জুটিতে দেখা গিয়েছে। যার ফলে গুঞ্জন হয়েছে আরও জোরালো। যদিও বারবারই সে কথা অস্বীকার করে এসেছেন দু’জনেই। ইউলিয়া বিভিন্ন সময় জানিয়েছেন, সলমনের ছায়া থেকে এ বার বেরিয়ে আসতে চান তিনি। যদিও ধীরে ধীরে উল্টোটাই হচ্ছে। তাঁরা যেন একে অপরের ভরসার জায়গা হয়ে উঠছেন।
সলমনের ‘সিকন্দর’ ছবিতে ‘লগ যা গলে’ গানটি গেয়েছেন ইউলিয়া। এই সুযোগের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন সলমনকে। কারণ, সলমন সে সময় ভরসা রেখেছিলেন তাঁর উপর, যখন অন্য কেউ বিশ্বাস করেননি তাঁকে। ২০১৬ সাল থেকে ইউলিয়ার সঙ্গে রয়েছেন সলমন, এমনটাই খবর। এর মাঝে অবশ্য একাধিক বার মৃত্যু হুমকি পেয়েছেন। বাড়িতে গুলিও চালিয়েছেন দুষ্কৃতীরা। সেই কারণেই কি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আরও সাবধানী অভিনেতা। সম্প্রতি ‘বিগ বস্ ১৯’-এর মঞ্চে হাজির এক প্রতিযোগী সলমনকে জিজ্ঞেস করেন, সত্যিকারের ভালবাসা কি অসম্পূর্ণ রয়ে যায়? তাতেই অভিনেতা বলেন, ‘‘আমি তো এখনও পর্যন্ত কাউকে সত্যি ভালবাসিনি।’’ অভিনেতার এমন কথা শুনে অনুরাগীরা উৎকণ্ঠায়। তবে কি ফের বিচ্ছেদ যন্ত্রণায় কাতর অভিনেতা?