করিনাকে নিয়ে কী বললেন সোহা? ছবি: সংগৃহীত।
করিনা কপূরের সঙ্গে বি-টাউনের অনেক অভিনেত্রীর সম্পর্কই বিশেষ মধুর নয়। যাঁরা তাঁর কাছের বন্ধু, তাঁদের কেউই অভিনেত্রীর সাফল্যের কাছাকাছিও নেই। বলিউডের ‘গসিপ কুইন’ বলে যথেষ্ট নামডাক আছে তাঁর। অনেকেই বলেন, বেবো নাকি প্রচারের সমস্ত আলো নিজের দিকে রাখতেই পছন্দ করেন। তিনি যেখানে মধ্যমণি নন, সেখানে তিনি থাকতে চান না। এ হেন করিনা ‘বৌদি’ হিসাবে কেমন? জানালেন সইফ আলি খানের ছোট বোন, অভিনেত্রী সোহা আলি খান।
সোহা নিজে মিতভাষী, লাজুক স্বভাবের। কিন্তু বৌদি করিনার খোলামেলা স্বভাব খুবই পছন্দ করেন তিনি। করিনাকে ‘গসিপ কুইন’ নামে ডাকার প্রসঙ্গে সোহার বক্তব্য, তাঁর বৌদি ‘সূত্র’দের নাম কখনও প্রকাশ্যে আনেন না। সেদিক থেকে করিনা ভীষণই পরিণত। তবে সোহা এ কথাও স্বীকার করে নেন যে, ‘‘রাত দুটোর সময় কিছু জানতে হলে করিনাকেই ফোন করি। ও ততটাই বলে যতটা ও নিজে থেকে বলতে চায়। তবে ওঁর চরিত্রের এই একটা দিক ছাড়াও অন্য অনেক ভাল গুণ আছে।’’