Sara Ali khan

৩০-এ পা দিলেন সারা, জীবনের নতুন সূচনায় কী বললেন সৎ মা করিনা?

সিনেমার পর্দায় করিনাকে দেখেই ভালবেসে ফেলেন সারা। সেই করিনাই এখন তাঁর সৎ মা। যদিও করিনা স্পষ্ট জানান, তিনি সারার মা নন, কারণ তাঁদের মা রয়েছে। তাঁরা অনেক বেশি বন্ধু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৩:২২
Share:

সারার উদ্দেশে কী লিখলেন করিনা? ছবি: সংগৃহীত।

৩০-এ পা দিলেন অভিনেত্রী সারা আলি খান। অমৃতা সিংহের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর করিনা কপূরকে বিয়ে করেন সইফ আলি খান। নেই নেই করে এক দশকের বেশি সময় পার করে ফেলেছে সইফ-করিনা দাম্পত্য। তাঁদের দুই সন্তানও রয়েছে। সারার তুলনায় ২০ বছরের বেশি ছোট তাঁর সৎভাইয়েরা। করিনা-সারার সম্পর্কও বন্ধুর মতো। ছোটবেলায় সিনেমার পর্দায় করিনাকে দেখেই ভালবেসে ফেলেছিলেন সারা। সেই করিনাই এখন তাঁর সৎমা। করিনা স্পষ্ট জানিয়েছেন, তিনি সারার মা নন, কারণ তাঁদের মা রয়েছে। তাঁরা অনেক বেশি বন্ধু।

Advertisement

তবে সারাকে বিভিন্ন সময় নানা উপদেশ দিয়েছেন করিনা। তাঁর প্রেম জীবন নিয়েও নানা পরামর্শ দিয়েছেন। এ বার সারার জন্মদিনে করিনা লিখলেন, ‘‘শুভ জন্মদিন প্রিয়, এটা মনে রাখার মতো একটা বছর হোক তোমার জীবনে। এতটা ভালবাসা।’’ সারা বরাবরই করিনাকে পছন্দ করেন। বাবার বিয়েতে প্রথম থেকে শেষ অবধি ছিলেন। সারা বিভিন্ন সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি করিনাকে এতটাই ভালবাসতাম যে সে আমার বাবার স্ত্রী হয়ে গেল। আমরা বন্ধুর এটা নিয়ে রসিকতাও করে।’’ পর্দায় করিনাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন সে কথাও স্বীকার করেছেন তিনি। কিন্তু শুধু এটুকুই নয়, সারা মনে করেন তিনি করিনাকে ভালবাসেন, কারণ বাবা সুখে আছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement