Fawad Khan

অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ফওয়াদ-এর ‘আবির গুলাল’! স্বস্তি পাক অভিনেতার অনুরাগীদের

৯ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তার ঠিক আগেই অর্থাৎ ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ড ঘটে যায়। কোপ পড়ে এসে ‘আবির গুলাল’-এর উপরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৮:১৪
Share:

কী ভাবে নিষ্পত্তি ‘আবির গুলাল’-এর ? ছবি: সংগৃহীত।

বলিউডের ছবিতে ফের ফওয়াদ খানকে দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। কিন্তু বাদ সাধে পহেলগাঁও কাণ্ড। থমকে যায় পাকিস্তানি অভিনেতার ছবি ‘আবির গুলাল’-এর মুক্তি। ছবি নিয়ে বরং তরজা হয় বিস্তর। পাকিস্তানি তারকাদের ফের নিষিদ্ধ করা হয় ভারতে। অবশেষে বহু বাধা পেরিয়ে ছবিটি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে।

Advertisement

জানা যাচ্ছে, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ২৯ অগস্ট। একাধিক দেশে মুক্তি পাচ্ছে ‘আবির গুলাল’। তবে ভারতে এই ছবি মুক্তি পাচ্ছে না। পহেলগাঁও কাণ্ডের পরে ভারত ও পাকিস্তানের মধ্যে চাপানউতোরের জেরেই ভারতে মুক্তির আলো দেখতে পাবে না ফওয়াদ খানের এই ছবি।

ছবিতে ফওয়াদের বিপরীতে অভিনয় করায় বাণী কপূরকেও কটাক্ষের শিকার হতে হয়েছিল। যদিও বাণী ও ফওয়াদ দু’জনেই পহেলগাঁও কাণ্ডের সমালোচনা করেছিলেন প্রকাশ্যে। ৯ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তার ঠিক আগেই অর্থাৎ ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ড ঘটে যায়। কোপ এসে পড়ে ‘আবির গুলাল’-এর উপরে। তবে ভারতে মুক্তি না পেলেও, বিদেশের মানুষ যাতে ছবিটি দেখতে পারেন, সেই সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতারা।

Advertisement

এই একই কারণে মুক্তি পায়নি দিলজিৎ দোসাঞ্জের ছবি সর্দারজি ৩। এই ছবিতে অভিনয় করেছেন পাক অভিনেত্রী হানিয়া আমির। তাই এই ছবিও বাধা পেয়েছে মুক্তিতে।

উল্লেখ্য, ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পরে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের শিল্পীরা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো ছবিতে অভিনয় করেও ভারতে আর ছবি করা হয়নি ফওয়াদের। তাই এত বছর পরে তাঁর আবির গুলাল-এর জন্য অপেক্ষা করেছিলেন অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement