ট্যানড হচ্ছেন হৃতিক

আনন্দ কুমারের বায়োপিক নিয়ে হৃতিক রোশন এখন বেজায় ব্যস্ত।

Advertisement
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ০০:৫৭
Share:

হৃতিক

আনন্দ কুমারের বায়োপিক নিয়ে হৃতিক রোশন এখন বেজায় ব্যস্ত। মাস্‌লম্যান এ বার নেহাতই সাদামাঠা চেহারার পটনার এক ম্যাথামেটিশিয়ানের ভূমিকায়। চেহারায় সেই ফিল আনতে হৃতিক বেশ কিছুদিন যাবৎ গোয়ায় রয়েছেন ট্যান্‌ড হওয়ার জন্য। আনন্দ কুমারের অনুকরণে চুলও নাকি ছোট করে ফেলেছেন সুদর্শন এই নায়ক। অঙ্কে তুখোড় আনন্দ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও অর্থাভাবে পড়তে পারেননি। পরিবারকে সাহায্য করতে আনন্দ দিনে পড়াশোনা করতেন, সন্ধেবেলা মায়ের সঙ্গে পাঁপড় বিক্রি করতেন আর ছাত্রদের অঙ্কের টিউশন দিতেন। তার পর তিনি পটনায় একটি ক্লাসরুম ভাড়া করে খুবই দরিদ্র পরিবারের ৩০ জন মেধাবী ছাত্রকে বিনা পারিশ্রমিকে পড়াতে শুরু করেন। যাদের থাকা-খাওয়ার দায়িত্ব ছিল আনন্দেরই। পরে সেই ছাত্ররাই আইআইটিতে পড়ার সুযোগ পায়। ছবির আউটডোর শ্যুট হবে রাজস্থানের সম্ভারে। সেখানে তৈরি হবে পটনার গ্রামের অনুকরণে সেট। নায়িকার ভূমিকায় থাকবেন সম্ভবত পরিণীতি চোপড়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন