Sunaina Roshan

সকাল থেকে সন্ধ্যা মদে ডুবে থাকতেন, দিদির নেশামুক্তি ঘটতে কী বললেন হৃতিক?

একটা বোতল দিয়ে শুরু করে নিমেষে তা ছ’টা বোতল হয়ে যেত! মদের নেশায় ডুবে কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যেত, নিজেও টের পাননি সুনয়না। এখন তিনি সেই অধ্যায় কাটিয়ে বেরিয়ে এসেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৭:৫৬
Share:

কী ভাবে নিজেকে বদলালেন হৃতিকের দিদি সুনয়না? ছবি: সংগৃহীত।

অভিনেতা হৃতিক রোশনের দিদি সুনয়না রোশন দীর্ঘদিন ধরে অসুস্থ। ক্যানসারে আক্রান্ত সুনয়নার ‘বাইপোলার ডিজ়অর্ডার’ও রয়েছে। তবে সুনয়না জানান, এ সবের নেপথ্যে রয়েছে মদ্যপানের অভ্যাস। একটা বোতল দিয়ে শুরু করে নিমেষে তা ছ’টা বোতল হয়ে যেত! মদের নেশায় ডুবে কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যেত, নিজেও টের পাননি। এখন তিনি সেই অধ্যায় কাটিয়ে বেরিয়ে এসেছেন। সম্প্রতি একটি ভিডিয়োয় নিজের অভিজ্ঞতার শোনালেন সুনয়না।

Advertisement

সুনয়না বলেন, ‘‘আমার জীবনের সবচেয়ে কঠিন কাজ ছিল এটা স্বীকার করা যে, আমার একটা সমস্যা আছে। তাতেই সব কিছু বদলে দিল। আসক্তি অনেক রকমের হতে পারে, কারও খাবারে আসক্তি, মদে আসক্তি, এমনকি যে কোনও খারাপ অভ্যাসের আসক্তি হতে পারে। আমরা বুঝতেও পারি না যে, আমরা এগুলোকে আঁকড়ে ধরে আছি। আমার মদ্যপানে আসক্তি ছিল। এক সময় মিষ্টি, এমনকি বাইরের খাবারের সঙ্গেও আমার একটা অস্বাস্থ্যকর সম্পর্ক ছিল। যদিও এখন আমি নিজেকে এই অভ্যাসগুলোর থেকে বার করে আনতে পেরেছি।”

এক সময় সুনয়না নিজের মা-বাবা পিঙ্কি ও রাকেশের রোশনের বিরুদ্ধে তাঁকে আটকে রাখার, টাকাপয়সা কেড়ে নেওয়ার অভিযোগ আনেন। এ বার তিনি জানিয়েছেন, তাঁকে নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়েছিল। ৬ জন চিকিৎসক মিলে টানা ২৪ দিন ধরে তাঁর চিকিৎসা করেন। সেই সময় সকাল ছ’টায় প্রাতঃরাশ করতে হত। তার পরে সারাদিন মিষ্টি, চকোলেট সব কিছু থেকে দূরে রাখা হত তাঁকে। বর্তমানে নিজের ওজন ঝরিয়ে ফেলেছেন সুনয়না। দিদির পোস্টে ভালবাসা জানিয়েছেন হৃতিক। মন্তব্যবাক্সে লেখেন, ‘‘দিদি তোমাকে ভালবাসি।’’ বাবা রাকেশ লেখেন, ‘‘তুমি সত্যিই অনুপ্রেরণা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement