Bobby Deol

মাদকের চেয়েও ভয়ঙ্কর নেশার পাল্লায় পড়েন ববি, স্ত্রী তন্যার সঙ্গে সম্পর্ক বাঁচল কী ভাবে?

ছবির প্রস্তাব কমতে কমতে শূন্যে ঠেকে যায়। সেই সময় ভয়ঙ্কর ভাবে নেশায় আসক্ত হয়ে পড়েন ববি। একটা পর্যায়ে স্ত্রীর সঙ্গে সম্পর্ক প্রায় শেষের পথে এসে দাঁড়ায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ২০:১৮
Share:

নেশায় আসক্ত হয়েও কী ভাবে তানিয়ার সঙ্গে সম্পর্ক টিকে গেল ববির? ছবি: সংগৃহীত।

বলিউডে আত্মপ্রকাশের প্রায় তিন দশক পর যেন সাফল্যের স্বাদ পেলেন ববি দেওল। ‘অ্যানিম্যাল’ ছবির হাত ধরে তাঁর কর্মজীবন যেন ১৮০ ডিগ্রি ঘুরে গেল। সম্প্রতি ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজ়েও ববির অভিনয় বহুল প্রশংসিত হয়েছে। যদিও একটা সময় তাঁর কাজ কমতে শুরু করেছিল। সেই সময় ভয়ঙ্কর ভাবে নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি। স্ত্রী তন্যার সঙ্গে সম্পর্ক প্রায় শেষের পথে এসে দাঁড়ায়।

Advertisement

১৯৯৫ সালে ‘বরসাত’ ছবির মাধ্যমে অভিনেতা হিসাবে বলিউডে হাতেখড়ি ববির। তার পরে ‘গুপ্ত’, ‘সোলজার’, ‘বিচ্ছু’, ‘অজনবি’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তারকাসন্তান হওয়ার সুবিধা, সঙ্গে একের পর এক সফল ছবি। অভিনয়জীবনের গোড়ার দিকে সাফল্যের মুখ দেখলেও তার পরে একটা সময় দীর্ঘ দিন হাতে কোনও কাজ ছিল না ববির। হতাশায় ডুবতে শুরু করেন ধর্মেন্দ্র-পুত্র। ববি বলেন, ‘‘মদের নেশা ভয়ঙ্কর। এটা মস্তিষ্কের সঙ্গে খেলা করে। আমি রোজ মদ খাচ্ছি এমন নয়। কিন্তু খাওয়ার পর যেন মানুষটা অন্য হয়ে যেতাম। সে কারণে আমার বাড়ির লোকেরা আতঙ্কে থাকত।’’

সেই সময় তাঁর গোটা পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই সময় অবসাদে নেশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। তবে মদ ছাড়ার সিদ্ধান্ত নেন ছেলের কথা শুনে। ববি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘একদিন ছেলে আমার স্ত্রীকে বলছে, ‘মা তুমি রোজ কাজে যাও, বাবা তো বাড়ি বসে থাকে।’ এই কথাটা শুনে অনেক কিছু বদলে গেল।’’

Advertisement

যদিও খারাপ সময় কেটে এখন সাফল্যের নয়া স্বাদ পয়েছেন ববি। স্ত্রী তন্যার প্রতি কৃতজ্ঞ তিনি, এত কিছুর পরও তাঁকে ছেড়ে যাননি। ববির কথায়, ‘‘অন্য কেউ হলে আমার এই সব ব্যবহার সহ্য করত না। তাই আমার জীবনে তন্যা মা-বাবার থেকে গুরুত্বপূর্ণ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement