Zubeen Garg death Case

জ়ুবিনের মৃত্যু হল কী ভাবে? উত্তপ্ত অসম, এর মাঝে পূর্ণাঙ্গ রিপোর্ট দিল সিঙ্গাপুর পুলিশ

কী ভাবে মৃত্যু হল জ়ুবিনের, বার বার একই প্রশ্ন উঠছে। এ বার গায়কের মৃত্যুতদন্তে বিবৃতি দিল সিঙ্গাপুর পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৭:৪৩
Share:

জ়ুবিন গার্গ। ছবি: সংগৃহীত।

জ়ুবিন গার্গের মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। এর মাঝেই গায়কের মৃত্যুতে গ্রেফতার হওয়া অভিযুক্তদের সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার দাবি ওঠে। উত্তপ্ত হয়ে ওঠে অসম। এ বার গায়কের মৃত্যুতে বিবৃতি দিল সিঙ্গাপুর পুলিশ।

Advertisement

সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে আকস্মিক মৃত্যু হয় জ়ুবিনের। কী ভাবে মৃত্যু হল তাঁর, বার বার একই প্রশ্ন উঠছে। বার বার প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছে সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের সদস্যদের। এ বার এই ঘটনায় মুখ খুলল সিঙ্গাপুর পুলিশ। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জ়ুবিনের মৃত্যুতে কোন অস্বাভাবিকতা নেই। এমনকি এতে কোনও ষড়যন্ত্রের প্রমাণও পায়নি তারা। তাই সকলকে অনুরোধ করা হয়েছে, যেন ভুল তথ্য না ছাড়ানো হয়। যদিও তদন্ত এখানেই শেষ নয়। আরও অন্তত তিন মাস চলবে তদন্ত। তার পর আরও একটি রিপোর্ট পেশ করবে তারা। তাই তত দিন সকলকে একটু ধৈর্য ধরে রাখার অনুরোধ জানাল সিঙ্গাপুর পুলিশ। শুধু তাই নয়, জ়ুবিনের ময়নাতদন্তের রিপোর্ট ফের পুনর্বিবেচনা করে দেখা হবে বলেও জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement