Rashmika on Engagement Rumour

গোপনে বাগ্‌দান সেরেছেন রশ্মিকা ও বিজয়! শুভেচ্ছা জানাতেই মুখ খুললেন ‘শ্রীভল্লী’

গুঞ্জন, ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন তাঁরা। খুব শীঘ্রই নাকি চারহাত এক হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৬:২৭
Share:

বিজয়-রশ্মিকা কি সত্যিই বাগ্‌দান সেরেছেন? ছবি: সংগৃহীত।

গোপনে বাগ্‌দান সেরেছেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। এমনই খবর বিনোদনজগতে। রশ্মিকার অনামিকায় হিরের আংটি নজরে এসেছে নেটাগরিকের। কিন্তু মুখে কুলুপ এঁটে রেখেছেন বিজয় ও রশ্মিকা দু’জনেই। অবশেষে বাগ্‌দান নিয়ে মুখ খুললেন ‘শ্রীভল্লী’।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন রশ্মিকা। সেখানে সঞ্চালক প্রথমেই খোঁচা দিয়ে রশ্মিকাকে বলেন, “শুভেচ্ছা জানানো বাকি আছে।” এই শুনে কিছুটা থতমত খেয়ে যান অভিনেত্রী। সঞ্চালক জানান, অভিনেত্রীর সুগন্ধী কোম্পানির জন্য তিনি শুভেচ্ছা জানিয়েছেন। “কিন্তু এ ছাড়াও শুভেচ্ছা জানানোর কি কোনও কারণ রয়েছে?” কৌতূহলী সঞ্চালক প্রশ্ন করেন। উত্তরে প্রথমেই রশ্মিকা জানান, এমন কোনও কারণ নেই। তার পরে উত্তেজনা নিয়ন্ত্রণ করে, মাথা ঠান্ডা করে অভিনেত্রী বলেন, “আসলে অনেক কিছু রয়েছে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। সব কিছুর জন্যই আপনার শুভেচ্ছাবার্তা আমি গ্রহণ করলাম।”

সাক্ষাৎকারের এই অংশ সমাজমাধ্যমে ভাইরাল। রশ্মিকার উত্তরে মুগ্ধ তাঁর অনুরাগীরা। তাঁরা নিশ্চিত, সত্যিই রশ্মিকা ও বিজয় বাগ্‌দান সেরেছেন। তাই বিষয়টি অস্বীকার করেননি অভিনেত্রী।

Advertisement

২০১৮ থেকে ২০২৫, সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন রশ্মিকা ও বিজয়। কিন্তু তার পরেও সম্পর্ক নিয়ে মুখ খোলেন না তাঁরা। তবে গুঞ্জন, ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন তাঁরা। খুব শীঘ্রই নাকি চারহাত এক হবে। শোনা যাচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করবেন তাঁরা।

কিন্তু কেন এত গোপনীয়তা? শোনা যাচ্ছে, বিয়ের আগে নাকি নিজেদের ভাল ভাবে পরখ করে দেখে নিতে চান বিজয়-রশ্মিকা। তাই বাগ্‌দানের পরেও মাস তিনেক সময় নিচ্ছেন। প্রকাশ্যে আনছেন না তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এও জানা গিয়েছে, দুই পরিবারের সম্মতি এবং উপস্থিতিতেই নাকি বাগ্‌দান সম্পন্ন হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement