Susanne Khan

শোকস্তব্ধ সুজ়ান! এর মধ্যেই প্রকাশ্যে হৃতিকের প্রাক্তন স্ত্রীর সম্পত্তির পরিমাণ, কী কী রয়েছে তালিকায়?

মুম্বইয়ের সম্ভ্রান্ত পরিবারে জন্ম সুজ়ানের। বাবা সঞ্জয় খান পেশায় অভিনেতা। মা জ়রীন প্রথমে অভিনয়ে ছিলেন, পরে বাড়ির অন্দরসজ্জার পেশায় চলে আসেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ২০:২১
Share:

মা জ়রীনকে হারিয়ে শোকাচ্ছন্ন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজ়ান। ছবি: সংগৃহীত।

প্রাক্তন শাশুড়ি জ়রীন কত্রককে হারিয়েছেন হৃতিক রোশন। সুজ়ান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে দীর্ঘ দিন। দু’জনেই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। দাম্পত্য ভাঙলেও হৃতিক ও সুজ়ানের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়ে গিয়েছে। তাই সুজ়ানের মা জ়রীনের মৃত্যুতে শোকাহত হৃতিকও। বলিউডের অনেকেই শোকপ্রকাশ করেছেন। এর মধ্যেই প্রকাশ্যে এল হৃতিকের প্রাক্তন স্ত্রীর সম্পত্তির পরিমাণ।

Advertisement

মুম্বইয়ের সম্ভ্রান্ত পরিবারে জন্ম সুজ়ানের। বাবা সঞ্জয় খান পেশায় অভিনেতা। মা জ়রীন প্রথমে অভিনয়ে ছিলেন, পরে বাড়ির অন্দরসজ্জার পেশায় চলে আসেন। সুজ়ানও অন্দরসজ্জা নিয়ে পড়াশোনা করেছেন। নিজের সংস্থাও রয়েছে তাঁর। বিলাসবহুল বাড়ির অন্দরসজ্জার জন্য ২৫ থেকে ৩০ লক্ষ টাকা নেন সুজ়ান।

জানা যাচ্ছে, সুজ়ানের সম্পত্তির পরিমাণ ৭৫ থেকে ১৯০ কোটি টাকার মাঝামাঝি। বাড়ির অন্দরসজ্জার পাশাপাশি, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে ‘কোলাবরেশন’ এবং ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে উপার্জন করেন সুজ়ান।

Advertisement

মুম্বইয়ের জুহুতে বিলাসবহুল বাড়ি রয়েছে সুজ়ানের। তাঁর সম্ভারে রয়েছে বেশ কয়েকটি দামি গাড়িও। নিজের বাড়িও শৌখিন ভাবে সাজিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০০০ সালে হৃতিককে বিয়ে করেছিলেন সুজ়ান। দুই সন্তানও রয়েছে তাঁদের। কিন্তু বিয়ের ১৩ বছর পরে সম্পর্কে চিড় ধরে। ২০১৪ সালে তাঁদের আইনি বিচ্ছেদ হয়। তবে তার পরেও বন্ধুত্ব ভাঙেনি তাঁদের। বর্তমানে অভিনেত্রী তথা গায়িকা সাবা আজ়াদের সঙ্গে সম্পর্কে রয়েছেন হৃতিক। অন্য দিকে সুজ়ান সম্পর্কে রয়েছেন প্রাক্তন মডেল আরসালান গনির সঙ্গে। দুই যুগলে একসঙ্গে সময়ও কাটান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement