মাউন্টব্যাটেনকে নিয়ে ছবিতে হুমা

বলিউডে তাঁর কেরিয়ার শুরু হয়েছে অনেক দিন। নান চরিত্রে অভিনয়ের স্বাদ পেলেও ‘লর্ড মাউন্টব্যাটেন’কে নিয়ে ছবির অফার তাঁর কাছে প্রথম। তিনি হুমা কুরেশি। পরিচালক গুরিন্দর চাড্ডার পরবর্তী ‘দ্য ভাইসরয় হাউস’এ হয়তো দেখা যাবে হুমাকে। বলি-টাউনের অন্দরে এখন এমনই গুঞ্জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

বলিউডে তাঁর কেরিয়ার শুরু হয়েছে অনেক দিন। নান চরিত্রে অভিনয়ের স্বাদ পেলেও ‘লর্ড মাউন্টব্যাটেন’কে নিয়ে ছবির অফার তাঁর কাছে প্রথম। তিনি হুমা কুরেশি। পরিচালক গুরিন্দর চাড্ডার পরবর্তী ‘দ্য ভাইসরয় হাউস’এ হয়তো দেখা যাবে হুমাকে। বলি-টাউনের অন্দরে এখন এমনই গুঞ্জন।

Advertisement

স্বাধীনতার ঠিক আগে এ দেশে লর্ড মাউন্টব্যাটেনের শেষের কয়েকটি দিন নিয়েই লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। ১৯৪০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে একটি প্রেমের গল্পও থাকছে। হুমার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তিনি ছবিতে অভিনয় করছেন। তবে তাঁর চরিত্রের বিষয়ে এখনই এর থেকে বেশি কিছু জানাতে রাজি নন নায়িকা। মাউন্টব্যাটেনের ভূমিকায় হলিউডের অভিনেতা কলিন ফার্থকে কাস্ট করেচেন পরিচালক। জিন্নার চরিত্রে দেখা যাবে নাসিরউদ্দিন শাহকে। তবে চমক রয়েছে জওহরলাল নেহরুর চরিত্রে। ছোটে নবাব সেফ আলি খান সামলাবেন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement