Iman Chakraborty Faced Harassment By Rumour

ইমনকে নাকি মারধর করেছি! ভুয়ো খবরে ওর বাবা কষ্ট পাচ্ছেন, আর কী খারাপ হবে? বিরক্ত নীলাঞ্জন

ইমনকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন নীলাঞ্জন! প্রকৃত সত্য কী? বিষয়টি নিয়ে বক্তব্য রাখলেন সুরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৫
Share:

সুখে আছেন নীলাঞ্জন ঘোষ, ইমন চক্রবর্তী। ছবি: ফেসবুক।

শুক্রবার রাত থেকে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর একটি বার্তায় তোলপাড়া সমাজমাধ্যম। তাঁর সুরকার স্বামী নীলাঞ্জন ঘোষ মারধর করেছেন। বাড়ি থেকে নাকি বের করে দিয়েছেন! এখানেই শেষ নয়। সেই খবর পৌঁছে গিয়েছে গায়িকার বাবার কাছে। তিনি রীতিমতো উদ্বিগ্ন। মেয়ের কাছে প্রকৃত সত্যি জানতে চেয়েছেন! স্বাভাবিক ভাবেই বিব্রত বোধ করেছেন তিনি।

Advertisement

একা ইমনের বাবা নন, আরও অনেকেই গায়িকার কাছে বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন। তিনি তখনও গুরুত্ব দেননি।

যাঁর ঘাড়ে গুরুতর অভিযোগ তিনি কী বলছেন? জানতে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। প্রশ্ন শুনে স্পষ্টই বিরক্ত সুরকার। সেই অনুভূতি লুকোননি। ফোনে সাফ বলেছেন, “ইমনকে নাকি মারধর করেছি! শুধুই মারধর নয়, ওকে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছি। এ রকম ভুয়ো খবর শুনে ওর বাবা কষ্ট পাচ্ছেন। সেটাই স্বাভাবিক। এর থেকে খারাপ আর কী হবে?” নীলাঞ্জন নিজেও বুঝতে পারছেন না, কোথা থেকে, কী ভাবে এ খবর ছড়ালো! “কথা কাটাকাটি কোন পরিবারের না হয়! তা বলে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো গুরুতর অভিযোগে চাপিয়ে দেবে?” বিস্মিত তিনি।

Advertisement

এও জানিয়েছেন, সাধারণত তাঁরা আর এই ধরনের ঘটনায় আর মাথা ঘামান না। অনেক সময় পরস্পর হেসে উড়িয়ে দেন। কিন্তু এই ঘটনাটি ব্যতিক্রমী। “আমাদের নিয়ে তৈরি একটি মিথ্যে খবর মা-বাবা পর্যন্ত পৌঁছে যাচ্ছে! তাঁরা দুশ্চিন্তায় ভুগছেন। এটা একেবারেই কাম্য নয়”, দাবি নীলাঞ্জনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement