প্রেগন্যান্সি নিয়ে জল্পনা বাড়ালেন করিনা!

আপনি কি প্রেগন্যান্ট? ‘‘আমি তো হ্যাঁ বা না কিছুই বলিনি। এটা তো যে কোনও সময়ই হতে পারে।’’ মুচকি হেসে জানালেন করিনা কপূর। আর তাতেই বেবোর প্রেগন্যান্সি নিয়ে জল্পনা যেন বেড়ে গেল বেশ কয়েক গুণ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৬ ১৮:১৭
Share:

আপনি কি প্রেগন্যান্ট?

Advertisement

‘‘আমি তো হ্যাঁ বা না কিছুই বলিনি। এটা তো যে কোনও সময়ই হতে পারে।’’ মুচকি হেসে জানালেন করিনা কপূর। আর তাতেই বেবোর প্রেগন্যান্সি নিয়ে জল্পনা যেন বেড়ে গেল বেশ কয়েক গুণ।

সম্প্রতি দীর্ঘ ছুটি কাটিয়ে লন্ডন থেকে ফিরেছেন করিনা কপূর। মুম্বই পৌঁছতেই সকলে জানতে চাইছেন, তাঁর মা হওয়ার খবর কি সত্যি? এমনকী সাধারণ দর্শকও করিনাকে একই প্রশ্ন করছেন। আর এতে একটুও বিরক্ত নন বেগম সাহেবা। বরং হেসে বললেন, ‘‘আমাকে সবাই একই কথা জিজ্ঞেস করছেন। আমি তো কখনও না বলিনি। মা হওয়াটা তো জীবনেরই একটা অঙ্গ। এমনটা হলে আমি গর্ব বোধ করব।’’

Advertisement

মা হওয়ার পরও কি পুরোদমে অভিনয় করবেন করিনা? নায়িকার সপাট জবাব, ‘‘বিয়ের পর আমি অভিনয় করব বলেছিলাম, এখন ঠিক সেটাই করছি। আবার মা হলেও আমি কাজ চালিয়ে যাব। সেটা সত্যি কিনা ভবিষ্যতই বলবে।’’

আরও পড়ুন, প্রকাশ্যে বেবি বাম্প লুকোনোর চেষ্টা করলেন করিনা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন