‘‘আমার নগ্ন হতে ভালই লাগবে’’

বলি তারকাদের হলটা কী? ইদানিং নগ্নতা নিয়ে সকলেই হঠাত্ করে খোলামেলা মন্তব্য করছেন কেন? ‘নগ্ন’ মন্তব্যে সম্প্রতি অকারণেই বিতর্কে জড়িয়ে পড়েছেন দীপিকা পাড়ুকোন। এর মধ্যেই অনিল কপূর বললেন, ‘‘আমার নগ্ন হতে ভালই লাগবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৫ ১৩:১৯
Share:

বলি তারকাদের হলটা কী? ইদানিং নগ্নতা নিয়ে সকলেই হঠাত্ করে খোলামেলা মন্তব্য করছেন কেন? ‘নগ্ন’ মন্তব্যে সম্প্রতি অকারণেই বিতর্কে জড়িয়ে পড়েছেন দীপিকা পাড়ুকোন। এর মধ্যেই অনিল কপূর বললেন, ‘‘আমার নগ্ন হতে ভালই লাগবে।’’ অনিলের এই মন্তব্য শুনে ফের চোখ কপালে বলিউডের।

Advertisement

কিন্তু কোন প্রসঙ্গে অনিল এই মন্তব্য করলেন?

পড়ুন
‘নগ্ন’ মন্তব্যে কি অকারণেই বিতর্কে পড়লেন না দীপিকা!
ফিরছে অনিল কপূরের ২৪

Advertisement

সম্প্রতি একটি চ্যাট শোতে হাজির হয়েছিলেন নায়ক। সেখানে তাঁর একটি জনপ্রিয় ছবির চরিত্র ‘মিস্টার ইন্ডিয়া’কে নিয়ে প্রশ্ন করা হয়। তাঁকে জিজ্ঞেস করা হয়, সত্যিই রিয়েল লাইফে যদি ‘মিস্টার ইন্ডিয়া’ হতে পারতেন তা হলে কোন পোশাক পরতেন তিনি? হাসতে হাসতে অনিল উত্তর দেন, ‘‘আমি নগ্ন হয়েই থাকতাম। অন্তত তাতে মুম্বইয়ের গরম থেকে তো কিছুটা মুক্তি পেতাম।’’ অনিলের এই উত্তর শুনে বেশ লজ্জায় পড়ে যান ওই চ্যাট শোয়ের সঞ্চালিকা।

তবে পরে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন ‘মিস্টার ইন্ডিয়া’। বলেছেন, ‘‘আসলে মিস্টার ইন্ডিয়া এমন একটা চরিত্র যে সে রাস্তা দিয়ে নগ্ন হয়ে হেঁটে গেলেও আইন তাকে আটকাবে না।’’ সত্যিই এর পর আর কী-ই বা বলার থাকতে পারে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement