Entertainment News

টেলিভিশনের জন্য আর মোটা হব না: অঞ্জলি

ব্যস, আর নয়! ওজন বাড়াতে রাজি নন অঞ্জলি আনন্দ। কে অঞ্জলি? তিনি তো কোনও পরিচিত মুখ নন। ‘ঢাই কিলো প্রেম’ নিয়ে এই প্রথম তিনি টেলিভিশনে মুখ দেখাবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ১৩:৩৪
Share:

অঞ্জলি আনন্দ। ছবি: ইনস্টাগ্রাম।

ব্যস, আর নয়! ওজন বাড়াতে রাজি নন অঞ্জলি আনন্দ।

Advertisement

কে অঞ্জলি? তিনি তো কোনও পরিচিত মুখ নন। ‘ঢাই কিলো প্রেম’ নিয়ে এই প্রথম তিনি টেলিভিশনে মুখ দেখাবেন।

তবে, একতা কপূরের রোম্যান্টিক সিরিয়ালের লিডিং লেডি যে বেশ ‘ওজনদার’ তা তিনি ইতিমধ্যেই বোঝাতে শুরু করেছেন। প্রযোজকের মুখের উপর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চরিত্রের খাতিরে আর নিজের ওজন বাড়াবেন না তিনি।

Advertisement

আগামী ৩ এপ্রিল থেকে শুরু হবে ‘ঢাই কিলো প্রেম’-এর কাহিনি। বালাজি টেলিফিল্মসের সোপ অপেরায় নায়িকা হওয়ার পর থেকেই ৭২ থেকে ১০৮ কেজি ওজন বাড়িয়েছেন অঞ্জলি। নায়ক মেহেরজান মাজদাও কম যান না। ছিলেন ৮০ কেজি। আর এখন পৌঁছেছেন ১০২ কেজির কোঠায়। তা সত্ত্বেও প্রযোজকের আর্জি, আরও ওজন চাই। আর তাতেই ‘না’ শুনিয়েছেন অঞ্জলি। তিনি বলেন, “আমি বেশ অ্যাক্টিভ। নিজের ওজন স্টেডি রাখতে সাইক্লিং থেকে ট্রেকিং করি। তবে সিরিয়ালে অভিনয়ের জন্য আর মোটা হতে পারব না। তাতে আগের ওজনে ফিরে যেতে বেশ অসুবিধা হবে।”

আরও পড়ুন

রিলিজের আগেই ২০ কোটি তুলে নিল সলমনের ‘টিউবলাইট’!

‘ইন্দু সরকার’কে জীবন্ত করলেন কীর্তি

‘ঢাই কিলো প্রেম’-এ অঞ্জলির সঙ্গে মেহেরজান। ছবি: সংগৃহীত।

সিরিয়ালে অঞ্জলি আর মেহেরজান দু’জনেই ওভারসাইজড চরিত্র। তা ছাড়া তাঁদের কোনও কিছুতেই বিশেষ মিল নেই। তবে অমিল সত্ত্বেও তাঁদের মধ্যে গড়ে ওঠে সম্পর্ক। কেমন সে সম্পর্কের রসায়ন? তা জানাতেই আসবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement