Ibrahim Ali Khan

আমার নিজেরও পরিচিতি রয়েছে, বাবার মতো দেখতে বলে কি কাঁদব: ইব্রাহিম

শুধু চেহারার মিল নয়। কাজের ক্ষেত্রেও অনবরত তাঁকে বাবার সঙ্গে তুলনা করা হয়। এই বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন ইব্রাহিম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৬:৫৭
Share:

বাবার সঙ্গে অনবরত তুলনা নিয়ে মুখ খুললেন ইব্রাহিম। ছবি: সংগৃহীত।

‘একেবারে বাবার মুখ কেটে বসানো’— সইফ-পুত্র ইব্রাহিম আলি খানকে উঠতে বসতে এই কথা শুনতে হয়। শুধু চেহারার মিল নয়। কাজের ক্ষেত্রেও অনবরত তাঁর তুলনা করা হয় বাবার সঙ্গে। সম্প্রতি এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খুললেন ইব্রাহিম।

Advertisement

বাবার সঙ্গে অনবরত তুলনা ভাল লাগে? এই প্রসঙ্গে ইব্রাহিম বলেন, “বিষয়টি আমার পক্ষে ইতিবাচক বলেই মনে করি আমি। আমার বাবা সুপুরুষ। তবে সারা জীবন আমাকে এই তুলনার মুখে পড়তে হবে বলে মনে হয় না। আমার লক্ষ্য হল, ৩০ বছরের মধ্যে বেশ কিছু ভাল কাজ করা। নিজের পরিচিতি তৈরি করতে চাই।”

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে ইব্রাহিমের ছবি ‘নাদানিয়া’। এই ছবিতে ইব্রাহিমের অভিনয় নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। নিন্দকেরা বলেছেন, “এমন অভিনয় দেখলে সইফ পর্যন্ত লজ্জা পাবেন।” তবে এই সব মন্তব্যে কান দিতে নারাজ ইব্রাহিম। তরুণ অভিনেতার কথায়, “এই সময়ে দাঁড়িয়েও আমার নিজের একটা নাম রয়েছে। আমার মুখ মানুষ চেনে। আপনারা সত্যিই ভাবেন, আমাকে ওঁর (সইফ) মতো দেখতে বলে আমি কাঁদব? একেবারেই না। বরং আমি গর্ব বোধ করি ওঁর ছেলে হিসাবে। তিনি তাঁর মতো। আর আমি ওঁর পুত্র। ব্যস এটুকুই।”

Advertisement

বর্তমানে বাবার সঙ্গে তুলনার বদলে নিজের কাজে মন দিচ্ছেন অভিনেতা। ‘নাদানিয়া’ ছবিতে সমালোচিত হলেও ভবিষ্যতে ভাল কাজ করার আশা রাখছেন তারকা সন্তান। ‘নাদানিয়া’ ছবিতে খুশি কপূরের বিরুদ্ধে অভিনয় করতে দেখা গিয়েছে ইব্রাহিমকে। আগামীদিনে তাঁকে দেখা যাবে ‘সরজ়মিন’ নামে একটি ছবিতে। ছবিতে কাজল রয়েছেন বলে জানা যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement