Entertainment news

এই বায়োপিকের যথাযত নামকরণ করলেই মিলবে আইফোন ৭

বলিউডে সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে জলঘোলা অনেকদিন ধরেই চলছে। স়ঞ্জয় দত্তের নাকি স্ক্রিপ্ট বেজায় পছন্দ হয়েছ। কেউ কেউ বলছেন রণবীর কপূর দিনরাত সঞ্জু বাবাকে অনুসরণ করছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ১১:৪৮
Share:

পরিচালকের সঙ্গে সঞ্জয় দত্ত।

বলিউডে সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে জলঘোলা অনেকদিন ধরেই চলছে। স়ঞ্জয় দত্তের নাকি স্ক্রিপ্ট বেজায় পছন্দ হয়েছ। কেউ কেউ বলছেন রণবীর কপূর দিনরাত সঞ্জু বাবাকে অনুসরণ করছেন। এ দিকে নার্গিস পুত্র আবার বলছেন তিনি নাকি রণবীরকে কিছুই শেখাচ্ছেন না। এই রকম এক টালমাটাল অবস্থায় পরিচালক জানুয়ারিতেই শুটিং শুরু করবেন বলে মনস্থির করে ফেলেছেন। কিন্তু তা না হয় তিনি করবেন। কিন্তু সিনেমার নামকরণের কি হবে? ‘ডাট’ নামটা ঠিক হলেও, তাতে বিন্দুমাত্র সন্তুষ্ট নন খোদ পরিচালক।

Advertisement

এ কথা অস্বীকার করবার উপায় নেই যে সিনেমার নামেই লুকিয়ে থাকে তার প্রথম পরিচয়। সিনেমা দেখবার আগেই তা ঘোরাফেরা করে মানুষের মুখে মুখে। তবে এই বিরাট দায়িত্বটা নিজের কাঁধে বইতে চাইছেন না পরিচালক রাজকুমার হিরানি। নামকরণের দায়িত্বভার সঁপে দিয়েছেন কাস্ট এবং ক্রিউ মেম্বারদের হাতে। আর যথাযত নাম ঠিক করতে পারলেই আছে পুরষ্কার। একবারে ৯২,০০০ টাকা মূল্যের আইফোন ৭!

রাজকুমার হিরানির অফিসে একটি বাক্সের জোগাড় করা হয়েছে। সেই বাক্সেই একের পর এক চিরকুট জমা হচ্ছে। আর সেই চিরকুট গুলোতেই জমছে সঞ্জুবাবাকে নিয়ে তৈরি বায়োপিকের বিভিন্ন নাম। রণবীর কপূর থেকে ছবির আলোকসজ্জা শিল্পী প্রত্যেকেই এন্ট্রি করছেন নাম। নতুন বছরের শুরুর দিকেই খুলে যাবে বাক্স। আর তা থেকে বেরিয়ে আসবে একটা হিট সিনেমার নাম। যে নামকরণে অবদান আছে ওই সিনেমার সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষের।

Advertisement

সঞ্জয় দত্তের সঙ্গে মুন্নাভাই করা থেকেই জড়িয়ে আছেন রাজু হিরানি। তাই বন্ধুকে নিয়ে তৈরি বায়োপিকের একটা জব্বর নাম না হলে চলে? ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়া। রণবীর ছাড়াও অভিনয় করছেন সোনম কপূর, ভিকি কৌশল, অক্ষয় খান্না এবং আরও অনেকে।

আরও পড়ুন: আগামী বছর কঙ্গনার বিয়ে, পাত্র কে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন