Iman Chatterjee

আইবুড়ো ভাত খাওয়ার পর্ব শুরু, ভালবেসে নিজেদের কী নাম রাখলেন ইমন?

হালকা গোলাপি শাড়ি, মাথায় বড় লাল টিপ এবং মানানলসই হালকা গয়নায় বিয়ের আগেই বাঙালি বউ ইমন। অন্য দিকে, নীলাঞ্জন সেজে উঠেছেন নীল পাঞ্জাবিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১৩:৪৬
Share:

নীলাঞ্জন এবং ইমন।

বিয়ের বাকি কিছু দিন। দিন কেউ জানে না। তবে হবু বর-কনেকে ইতিমধ্যেই পাত সাজিয়ে আইবুড়ো ভাত খাওয়ানোর পর্ব শুরু। ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষ। আয়বুড়ো ভাত খাওয়ার এই রেওয়াজ ছাড়া বাঙালির বিয়েই তো অসম্পূর্ণ! ইমন-নীলাঞ্জনও কিন্তু বেশ উপভোগ করছেন পুরো বিষয়টা। আইবুড়ো জীবনের শেষ কয়েকটা দিনের স্বাদ নিচ্ছেন নিত্যনতুন রসনার মাধ্যমে। অন্তত তেমনটাই বলছে হবু কনের ইনস্টাগ্রাম পেজ। মঙ্গলবার সকালে আইবুড়ো ভাত খাওয়ার বেশ কয়েকটি ছবি পোস্ট করলেন ইমন। ক্যাপশনে লিখলেন, ‘নতুন শুরুর দিকে। পরিবারের সঙ্গে শুরু হল আইবুড়ো ভাতের অনুষ্ঠান।’ এর সঙ্গেই জুড়ে দিলেন বেশ কয়েকটি হ্যাশ ট্যাগ। সেখান থেকেই সামনে এল তাঁদের ভালবাসার নাম। ‘নীলামন’। নীলাঞ্জনের ‘নীল’ এবং ইমনের ‘মন’ মিলে সৃষ্টি হল এই নাম। দুটি মনও যে নামের মতোই মিলেমিশে একাকার সেই আঁচ বেশ ভালই পাওয়া যাচ্ছে! ছবিতে দেখা যাচ্ছে, হালকা গোলাপি শাড়ি, মাথায় বড় লাল টিপ এবং মানানসই হালকা গয়নায় বিয়ের আগেই বাঙালি বউ ইমন। অন্য দিকে, নীলাঞ্জন সেজে উঠেছেন নীল পাঞ্জাবিতে। কাঁসার থালা বাটিতে নানা পদ সাজিয়ে দেওয়া হয়েছে হবু বর-কনেকে। ৫ রকম ভাজা থেকে শুরু করে ডাল, মাছ, মাংস, বাঙালির পছন্দের প্রায় সব রকমের পদ দিয়েই আপ্যায়ন করা হয়েছে তাঁদের। খেতে খেতেই ক্যামেরার দিকে তাকিয়ে হেসে পোজ দিলেন ইমন। এরপর ছিল আশীর্বাদের পালা। পরিবারের গুরুজনরা ‘নীলামন’-এর মাথায় হাত রেখে মঙ্গল কামনা করলেন তাঁদের নতুন জীবনের জন্য।

Advertisement

View this post on Instagram

Advertisement

A post shared by Iman Chakraborty (@iman_chakraborty)

গত অক্টোবর মাসে তৃতীয়ার সন্ধেবেলা নীলাঞ্জনের সঙ্গে এনগেজমেন্ট সারেন ইমন। জানিয়েছিলেন, করোনা আবহে ঘটা করে সামাজিক বিয়ে করবেন না। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তবেই বিয়ে করবেন তিনি। অবশেষে নতুন বছরে ভালবাসার মানুষের সঙ্গে নতুন জীবনে পদার্পণ করতে চলেছেন গায়িকা।

আরও পড়ুন: গর্ভপাত ও টানাপড়েনে বিধ্বস্ত প্রেম, ‘বালিকা বধূ’-র প্রেমিক আজ বিবাহিত, ‘সুবিচার’ চান বাবা মা

আরও পড়ুন: এ বারে 'টুম্পা' হলেন অভিনেত্রী সোহিনী সরকার​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন