Entertainment News

‘আমি প্রিয়ঙ্কা চোপড়ার মতো হতে চাই’

ঠিক যেন বহু দিনের চেনা। এমন ভাবেই গল্প শুরু করল এই খুদে সেলেব। এই মুহূর্তে ‘ডিআইডি লিটল মাস্টার’-এর হোস্ট তামান্না নিজের কাজটা খুব এনজয় করে। কো-হোস্ট জয়ের প্রশংসা শোনা গেল তার গলায়।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ১২:১১
Share:

তামান্না দীপক।

বয়স সাত। আগামী জুনে আটে পা দেবে সে। এর মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে টেলি দর্শকদের কাছে। সৌজন্যে জনপ্রিয় শো ‘ইন্ডিয়াস্ বেস্ট ড্রামেবাজ’। ২০১৫-এর রানার আপ সে। অর্থাত্ খুদে সেলেব তামান্না দীপক। দেশের নানা শহরে ‘ইন্ডিয়াস্ বেস্ট ড্রামেবাজ’-এর পরবর্তী সিজনের অডিশন শুরু হয়েছে। আগামী ২৯ এপ্রিল কলকাতার অডিশন। তার আগে আনন্দবাজার ডিজিটালের সঙ্গে এক্সক্লুসিভ আড্ডা দিল তামান্না।

Advertisement

প্রথমে ঠিক হয়েছিল কলকাতায় আসবে তামান্না। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। তাই ফোনেই কথা বলল এই খুদে সেলেব। তখন বাড়িতে এসেছেন নাচের শিক্ষক। প্রশ্ন করলাম, ‘‘তোমার কি দেরি হয়ে যাবে?’’ তামান্না বলল, ‘‘না না, তুমি বল… কেমন আছ?’’

ঠিক যেন বহু দিনের চেনা। এমন ভাবেই গল্প শুরু করল এই খুদে সেলেব। এই মুহূর্তে ‘ডিআইডি লিটল মাস্টার’-এর হোস্ট তামান্না নিজের কাজটা খুব এনজয় করে। কো-হোস্ট জয়ের প্রশংসা শোনা গেল তার গলায়। ‘‘জয় ভাইয়া আমাকে খুব সাপোর্ট করে, খুব হেল্প করে। আর ওর থেকে অনেক কিছু শিখেছি আমি। বিচারকরাও আমাকে খুব ভালবাসে’’— বলল সে।

Advertisement

আরও পড়ুন, ‘গুপ্তধনের সন্ধানে’র আসল গুপ্তধন কী জানেন?

ক্লাস থ্রি-র খুদের বেস্ট ফ্রেন্ড ক্লাস টিচার অনিতা মিস। সে নিজেই হাসতে হাসতে বলল, ‘‘অনিতা মিস ভাবে আমি শান্ত। তা ঠিক নয়। আমি কিন্তু খুব দুষ্টু।’’

প্রিয় বিষয় অঙ্ক। আর সময় পেলেই আবৃত্তি করা তামান্নার হবি। ‘‘আমি কি তোমাকে একটা কবিতা শোনাব?’’ ফোনেই আবদার এল। সম্মতি পেয়ে ফোনেই হিন্দি কবিতা শোনাল মেয়ে।

কিন্তু পড়াশোনা আর শুটিং এক সঙ্গে ম্যানেজ করা কি সম্ভব? চটজলদি জবাব এল। ‘‘আমার ১০ বছরের বড় দিদি অনন্যা আমাকে এই ব্যালেন্সটা করতে হেল্প করে। ও আমাকে সব পড়া করিয়ে দেয় শুটিংয়ের আগেই।’’

আরও পড়ুন, ‘বেডরুম’-এর পর ‘তৃতীয় অধ্যায়’-এ ফিরছেন আবির-পাওলি

পছন্দের কার্টুন ‘শিনচ্যান’। তবে সিনেমাও তার খুব পছন্দের। ‘টাইগার জিন্দা হ্যায়’ তামান্নার দেখা শেষ সিনেমা। জানতে চেয়েছিলাম, সলমন খানকে ভাল লাগে? ঝটিতি জবাব, ‘‘সলমন ভালই। তবে আমার ক্যাটরিনা কইফকে ভাল লাগে। ওর স্টাইল ভাল লাগে।’’ প্রিয় অভিনেত্রী তা হলে ক্যাটরিনা? প্রশ্ন শেষ করতে না দিয়েই প্রতিবাদ তামান্নার। ‘‘না না। প্রিয়ঙ্কা চোপড়া আমার ফেভারিট অ্যাকট্রেস। আমি ওর মতো হতে চাই। ওর যেমন ডাক নাম আগে পিগি, আমি চাই আমারও ডাক নাম হোক টিডি (তামান্না দীপক)।’’

‘টিডি’ হওয়ার দৌড়ে প্রতিদিন একটু একটু করে তৈরি হচ্ছে আজকের তামান্না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement