Arijit Singh

Arijit Singh: প্রেমে পড়েছিলেন দশ বছরেই, কে ছিলেন প্রথম প্রেম? মুখ খুললেন অরিজিৎ

বয়সে বড় শিক্ষিকার প্রেমে পড়েছিলেন তিনি। মনের কথা শুনিয়েছিলেন গান গেয়ে। আজও স্মৃতিতে সেই নিষ্পাপ প্রেমকাহিনি।

Advertisement
শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ১৯:২৬
Share:

অরিজিৎ সিংহ

অনেকটাই ‘ম্যায় হুঁ না’ ছবির গল্পের কথা মনে করিয়ে দেয়। কিন্তু এটি ছবি নয়, বাস্তব। ছবির সঙ্গে তফাত, ছাত্র বয়সে অনেকটাই ছোট, শিক্ষিকা বড়। অরিজিৎ সিংহের প্রেমকাহিনি। তখন তিনি স্কুলে। আট থেকে আশি যাঁর প্রেমে পাগল, তিনি প্রেমে পড়েছিলেন মাত্র ১০ বছর বয়সে। তা-ও আবার তাঁর থেকে বয়সে অনেক বড় শিক্ষিকার। মুম্বইয়ের সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে, প্রথম প্রেম নিয়ে কথা বলতে গিয়ে লজ্জায় লাল অরিজিৎ।সবে তখন ক্লাস ফাইভ। অরিজিৎ সিংহ প্রেমে পড়লেন শিক্ষিকার। পরীক্ষা দিতে গিয়ে দেখেন, পাহারায় সেই শিক্ষিকা। লেখা ভুলে তাঁর উদ্দেশে গাইলেন প্রেমের গান। ‘ভুল ভেঙে যাবে যে দিন/ তুমি আমারই হবে/ তুমি আমারই হবে সে দিন’।গান শুনে কী করেছিলেন ওই শিক্ষিকা? পরীক্ষায় কত নম্বর দিয়েছিলেন, জানা না গেলেও, এখনও দেখা হলে প্রথম ভাল লাগার কথা ‘ম্যাম’-কে মনে করিয়ে দিতে ভোলেন না ‘আশিকি-২’-এর গায়ক। ওই গানই তাঁর সব থেকে প্রিয় গান। মাঝেমাঝেই গুনগুন করেন আর তখনই মনে পড়ে ছোটবেলার প্রথম প্রেমের কথা। মঞ্চে গিটার হাতে দাঁড়ালেই শ্রোতারা পাগল, যখন গান গাইতে শুরু করেন বাঁধ ভেঙে যায় প্রেক্ষাগৃহের। তাঁকে একটু ছুঁতে চাওয়ার জন্য হুডোহুড়ি পড়ে যায় অনুরাগীদের। ২০১১ থেকে বাড়তে থাকা জনপ্রিয়তায় ভাটা পড়েনি কখনও।

Advertisement

গুঞ্জন, এই ‘প্লে-ব্যাক’ কিং-এর গায়কির মতো মসৃণ ছিল না তাঁর প্রেমকাহিনি। বার বার প্রেমে পড়েছেন অরিজিৎ। ভেঙেছে সম্পর্ক। এর মধ্যে রূপরেখা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গুঞ্জন ছিল সব থেকে বেশি। রূপরেখার সঙ্গে তাঁর সম্পর্ক নাকি বিয়ের পিঁড়ি অবধিও গড়িয়েছিল। যদিও রূপরেখা এই খবর মিথ্যে বলে জানিয়েছিলেন। ছোটবেলার বন্ধু কোয়েলকে বিয়ে করে এখন সুখের দাম্পত্য কাটাচ্ছেন অরিজিৎ। কিন্তু ভুলতে পারেননি তাঁর প্রথম প্রেম। তবে জানিয়েছেন, কোয়েলের সারল্যের মধ্যেই নাকি খুঁজে পেয়েছেন ছোটবেলার প্রেমের অপাপবিদ্ধতাকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement