Entertainment News

সপ্তাহের শুরুটা এই অপূর্ব ছবিটা দেখে শুরু করুন!

জন্মের পর থেকে মাঝে মাঝেই শাহিদ ও মীরা মিশার ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেন। কয়েকদিন আগে তাঁদের মেয়েকে নিয়ে প্রথম বিদেশ ভ্রমণের ছবিও ভাইরাল হয়েছিল ওয়েব দুনিয়ায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৭ ১১:২২
Share:

আহ্লাদ... ছবি: মীরা রাজপুতের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

ছবিতে দু’জন রয়েছেন। বাবা শাহিদ কপূর। সঙ্গে মেয়ে এক বছরের মিশা। স্ত্রী মীরা রাজপুত তাঁর ইনস্টাগ্রাম পেজে এই ছবিটা শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘‘হ্যাপিনেস...’’। সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে।

Advertisement

আরও পড়ুন, সাগরিকা-জাহিরের ডান্সিং পার্টি, দেখুন অন্দরের ছবি

আরও পড়ুন, দ্বিতীয় সন্তানের কথা ভাবছেন রানি?

Advertisement

জন্মের পর থেকে মাঝে মাঝেই শাহিদ ও মীরা মিশার ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেন। কয়েকদিন আগে তাঁদের মেয়েকে নিয়ে প্রথম বিদেশ ভ্রমণের ছবিও ভাইরাল হয়েছিল ওয়েব দুনিয়ায়।

Best times with my angel.

ছবিতে ধরা পড়েছে এক বছরের মিশার সদ্য গজিয়ে ওঠা কয়েকটি দাঁত। তাকে কোলে নিয়ে বসে রয়েছেন শাহিদ কপূর। মেয়ের গাল ভরা হাসি দেখে, শাহিদের মুখেও এক অদ্ভুত শান্তির ছায়া। এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই কিন্তু ভাইরাল হয়েছে।

সপ্তাহের শুরুতে এমন মিষ্টি একটি ছবি আপনার কেমন লাগছে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement