দেশের প্রথম রূপান্তরকামীদের ব্যান্ড গান লিখল ‘সুলতান’-এর জন্য

বিতর্ক পেরিয়ে এক অসামান্য নজির সৃষ্টি করল ‘সুলতান’। কিন্তু দুর্ভাগ্যের ব্যপার হল, বিতর্ক আর বলিউডের স্টারডামের আলোর ছটায় তা কারোর চোখে পড়েনি হয়তো! জানেন দেশের প্রথম রূপান্তরকামীদের ব্যান্ড গান লিখেছে ‘সুলতান’ছবির জন্য! ‘সিক্স প্যাক’ নামে এটাই ভারতের সর্বপ্রথম ‘ট্রান্সজেন্ডার ব্যান্ড’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ১০:৫৩
Share:

বিতর্ক পেরিয়ে এক অসামান্য নজির সৃষ্টি করল ‘সুলতান’। কিন্তু দুর্ভাগ্যের ব্যপার হল, বিতর্ক আর বলিউডের স্টারডামের আলোর ছটায় তা কারোর চোখে পড়েনি হয়তো!
জানেন দেশের প্রথম রূপান্তরকামীদের ব্যান্ড গান লিখেছে ‘সুলতান’ছবির জন্য! ‘সিক্স প্যাক’ নামে এটাই ভারতের সর্বপ্রথম ‘ট্রান্সজেন্ডার ব্যান্ড’। ‘সুলতান’ ছবির টাইটেল মিউজিক ভিডিওতে যে গানটি আমরা রাহাত ফতে আলি খানের গলায় শুনছি, সেটি লিখেছেন এই ব্যান্ডের সদস্যরা। গানটিতে রাহাতের সঙ্গে গলাও মিলিয়েছে তাঁরা। গানটি ইতিমধ্যেই মন কেড়েছে দেশের অসংখ্য শ্রোতাদের। গানটিতে মূলত ভাসবাসা এবং লড়াই করে বেঁচে থাকার কথা বলা হয়েছে। জীবনের যে কোনও বাধার কাছে হার না মেনে লড়াই করে ঘুরে দাঁড়ানোর বার্তা রয়েছে এই গানটিতে।
‘সিক্স প্যাক’-এর সঙ্গে গানটির একটি ভিডিও ইতিমধ্যে ইন্টারনেটে মুক্তি পেয়েছে যা হয়তো আপনার মন ছুঁয়ে যাবে!

Advertisement

Advertisement

দেখুন ভিডিও:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement