ঋত্বিক ঘটকের জন্মদিনে চার দিনের চলচ্চিত্র উৎসব শুরু হল তাঁর শৈশব-কৈশোরের শহর রাজশাহীতে। আয়োজক সেখানকার ‘ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি’।
শুক্রবার বিকেলে ঋত্বিকদের ফেলে যাওয়া বাড়ির আঙিনায় উদ্বোধনী হয় অনুষ্ঠানের। অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তিনি বলেন, বাংলার অসাম্প্রদায়িক চেতনায় ঋত্বিক ঘটক সব সময়ই প্রাসঙ্গিক। অন্যদের মধ্যে ছিলেন ভারতের সহকারী হা্ই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় ও আওয়ামি লিগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।
শনিবার উৎসবে যোগ দেন চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত, মোরশেদুল ইসলাম ও ভারতের ফিল্ম সোসাইটি ফেডারেশনের সেক্রেটারি প্রেমেন্দ্র মজুমদার।
পদ্মার পারে উন্মুক্ত মঞ্চে বাংলাদেশ ও ভারতের ৩০টি স্বল্প ও পূর্ণদৈর্ঘের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
প্রতি বারের মতো এবারও এই আয়োজনে পাঁচ জনকে ঋত্বিক সম্মাননা পদক দেওয়া হচ্ছে। তাঁরা হলেন বুদ্ধদেব দাশগুপ্ত, মোরশেদুল ইসলাম, প্রেমেন্দ্র মজুমদার, অনুপম হায়াৎ ও আবু তাহের।
আরও পড়ুন: ‘অ্যায় দিল… দেখিনি, সময় পেলে দেখব’ অভিষেকের উত্তরে ভাঙনের ছায়া?