কনীনিকাকে অতিরিক্ত টাকা দেওয়া হয়েছে, বললেন লীনা

কিছু দিন আগে আনন্দ প্লাসের সাক্ষাৎকারে কনীনিকা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘অন্দরমহল’ ধারাবাহিকের শুটিংয়ের জন্য তিনি প্রযোজনা সংস্থা থেকে প্রাপ্য টাকা পাননি। অভিনেত্রীর অভিযোগ, তিনি এখনও ১১ লক্ষ টাকা পান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০১:২২
Share:

কনীনিকা

কিছু দিন আগে আনন্দ প্লাসের সাক্ষাৎকারে কনীনিকা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘অন্দরমহল’ ধারাবাহিকের শুটিংয়ের জন্য তিনি প্রযোজনা সংস্থা থেকে প্রাপ্য টাকা পাননি। অভিনেত্রীর অভিযোগ, তিনি এখনও ১১ লক্ষ টাকা পান। তাঁর অভিযোগের প্রেক্ষিতে প্রযোজনা সংস্থার কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ধারাবাহিকের পরিচালকও। কনীনিকার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘‘আমরাই বরং ওর কাছ থেকে ৭ লক্ষ টাকা পাই।’’

Advertisement

বোঝাই যাচ্ছে, দু’পক্ষের বক্তব্য সম্পূর্ণ আলাদা। ‘অন্দরমহল’ দিয়ে অনেক দিন পরে ছোট পর্দায় ফিরেছিলেন কনীনিকা। সাধারণত অভিনেতাদের সঙ্গে প্রযোজনা সংস্থা কিংবা চ্যানেলের চুক্তি হয়। কনীনিকার ক্ষেত্রে তা হয়নি। লীনার বক্তব্য, ‘‘মাসে কুড়ি দিন কাজ করার শর্তে চুক্তি করা হয়। কিন্তু কনীনিকা সেই শর্তে রাজি ছিলেন না। তিনি বলেন, ১৩ দিনের বেশি কাজ করতে পারবেন না। সুতরাং কোনও চুক্তি হয়নি। কিন্তু তিনি কুড়ি দিনের কাজের নিরিখেই টাকা পেয়েছেন। সেটা তো হওয়া উচিত নয়। কনীনিকা আর কোনও টাকা পাবেনই না। উল্টে ওঁকে তো অতিরিক্ত টাকা দেওয়া হয়েছে।’’

শুটিংয়ের মাঝে বেড়াতে যাওয়া, সিনেমার কাজ এবং হঠাৎ করে সিরিয়াল ছেড়ে দেওয়ার অভিযোগও করেন লীনা। সিনেমার শুটিং বা বেড়াতে যাওয়ার জন্য তিনি আগাম অনুমতি নিয়েছিলেন বলে আগেই জানিয়েছিলেন কনীনিকা। এবং শারীরিক সমস্যার কারণে তিনি ধারাবাহিক ছাড়ছেন, এ-ও বলেছিলেন। তবে নতুন করে এই অভিযোগের পাল্টা কিছু বলতে চাননি অভিেনত্রী। তাঁর বক্তব্য, ‘‘আমি আর্টিস্ট ফোরামকে সবটা জানিয়েছি। এটুকু বলতে পারি, আমাকে বিগিনার্স কনট্র্যাক্ট পাঠানো হয়েছিল বলেই তা ফেরত পাঠিয়েছিলাম। মাসের ১২-১৩ দিনের মধ্যেই আমি কিন্তু সবটা শুট করে দিতাম। না হলে ধারাবাহিক চালানো সম্ভব হতো না।’’

Advertisement

আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ‘‘বিষয়টির নিষ্পত্তি এখনও হয়নি। এর বেশি কিছু এখন বলা সম্ভব নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন