Entertainment News

দুই ‘খান’এ ‘লায়নস অব দ্য সি’

একজন বলিউডি সুপারস্টার তো আর একজনের অভিনয়ে সমালোচকদের কুর্নিশ। একজন ইন্ডাস্ট্রির ‘ভাই’, তো অন্যজন হলিউডের ‘ইন্ডি-স্টার’। একজন ‘বজরঙ্গী’ তো অন্যজন ‘পাই’। এই দুই ‘খান’ই এবার একসঙ্গে একই সিনেমায়। কেমন বিষয়টি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৬ ১১:৫১
Share:

একজন বলিউডি সুপারস্টার তো আর একজনের অভিনয়ে সমালোচকদের কুর্নিশ। একজন ইন্ডাস্ট্রির ‘ভাই’, তো অন্যজন হলিউডের ‘ইন্ডি-স্টার’। একজন ‘বজরঙ্গী’ তো অন্যজন ‘পাই’। এই দুই ‘খান’ই এবার একসঙ্গে একই সিনেমায়। কেমন বিষয়টি?

Advertisement

কবীর খান এর ‘বজরঙ্গি’ এবং সুরজ পাঞ্চোলির ‘হিরো’ র প্রযোজক ছিলেন ‘ভাইজান’। এইবার আবার এক নতুন সিনেমার প্রযোজনা নিয়েই সলমন নেমেছেন সিনে-ময়দানে। সিনেমার নাম ‘লায়নস অব দ্য সি’।

মুখ্য ভূমিকায় আরেক ‘খান’। ইরফান। শোনা যাচ্ছে সিনেমাটি একটি ইংলিশ পিরিওডিক ড্রামা। জাপানি জাহাজ ‘কোমাগাটা মারু’র ঘটনা অবলম্বনে নির্মিত হতে চলেছে এ ছবি। ইরফানের চরিত্র এই সিনেমাটিতে একজন শিখ আইনজীবী, নাম গুরদিত সিংহ । ১৯১৪ সালে ৩৪৯ শিখ জাহাজযাত্রীদের প্রবেশ অস্বীকার করেন কানাডা সরকার। তাঁর বিরুদ্ধেই চলে গুরদিত সিংহের লড়াই। ৩০০ কোটির এই ছবির শুটিং শুরু ২০১৭-এ। শুটিং স্পট আপাতত ঠিকঠাক, ভারত, ইউকে, হংকং এবং কানাডায়। চলচ্চিত্রে ইতিহাসের পুনরাবৃত্তি নতুন নয়, তারই আরেকটি সংযোজন হতে চলেছে ‘লায়নস অব দ্য সি’।

Advertisement

আরও পড়ুন, প্রিয়ঙ্কার বিয়ে নিয়ে মুখ খুললেন মা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন