মেলবোর্নে সেরার শিরোপা পেলেন ইরফান

সম্প্রতি মেলবোর্নে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা অভিনেতার পুরস্কার পেয়ে অভিভূত ইরফান খান। ‘পিকু’র জন্য পুরস্কৃত করা হয়েছে তাঁকে। সুজিত সরকারের এই ছবিতে ট্যাক্সি পরিষেবা সংস্থার মালিক ‘রানা’র চরিত্রটি যে অভিনেতা হিসাবে তাঁর জীবনের অন্যতম সেরা সুযোগ ছিল, তা অকপটে স্বীকার করেছেন ইরফান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

সম্প্রতি মেলবোর্নে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা অভিনেতার পুরস্কার পেয়ে অভিভূত ইরফান খান। ‘পিকু’র জন্য পুরস্কৃত করা হয়েছে তাঁকে। সুজিত সরকারের এই ছবিতে ট্যাক্সি পরিষেবা সংস্থার মালিক ‘রানা’র চরিত্রটি যে অভিনেতা হিসাবে তাঁর জীবনের অন্যতম সেরা সুযোগ ছিল, তা অকপটে স্বীকার করেছেন ইরফান। তবে পুরস্কার নিতে মেলবোর্নে উপস্থিত থাকতে পারেননি ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির এই অভিনেতা। এই মুহূর্তে তিনি একটি টিভি শো-এর শুটিংয়ে জাপানে রয়েছেন। ইরফান জানিয়েছেন, অমিতাভ বচ্চন বা দীপিকা পাড়ুকোনের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement