Aamir Khan

গৌরীর সঙ্গে একত্রবাসের পর নতুন অধ্যায়! নতুন প্রেমকে কি আরও এক ধাপ এগিয়ে নিচ্ছেন আমির?

আমির যদিও জানিয়েছিলেন, তিনি বিয়ে নিয়ে এখনও ধন্দে রয়েছেন। কিন্তু এ বার জীবনে আরও এক ধাপ এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৯:৩৬
Share:

গৌরীকে নিয়ে এক ধাপ এগোচ্ছেন আমির। ছবি: সংগৃহীত।

প্রেমের কথা কিছু দিন আগেই প্রকাশ্যে এনেছেন আমির খান। দীর্ঘ এক বছরের বেশি বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। নিজের জন্মদিনে প্রেমিকার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন। এ বার জীবনে আরও এক ধাপ এগোতে চলেছেন বলি তারকা।

Advertisement

বেঙ্গালুরু নিবাসী গৌরী বর্তমানে মুম্বইতে রয়েছেন। আমির ও গৌরী একত্রবাস করছেন প্রায় এক বছর। ৬১ বছরে পা রেখে কি আমির ফের বিয়ে করবেন? সেই প্রশ্নও উঠেছে একাধিক বার। আমির যদিও জানিয়েছিলেন, তিনি বিয়ে নিয়ে এখনও ধন্দে রয়েছেন। কিন্তু এ বার জীবনে আরও এক ধাপ এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন আমির।

মুম্বইয়ের পালি হিলের বাড়িতে ছিলেন আমির। এ বার সেই বাড়ি ছেড়ে দিচ্ছেন তিনি। তবে পাকাপাকি ভাবে নয়। কিছু দিনের জন্য এই বাড়ি ছাড়তে হচ্ছে তাঁকে। পালি হিলের বহু তলে ১২টি ফ্ল্যাট রয়েছে আমিরের। সেই বহুতলকেই নতুন ভাবে গড়ে তোলা হচ্ছে। এক নির্মাণ সংস্থা সেই দায়িত্ব নিয়েছে। জানা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই বহুতল নতুন সাজে সেজে উঠবে। জানা যাচ্ছে, নিজের পুরনো ফ্ল্যাটগুলির সঙ্গে আরও একটি নতুন ফ্ল্যাট পাবেন আমির।

Advertisement

কিন্তু এই সময়ে আমির থাকবেন কোথায়? পালি হিলেই আরও একটি বাড়ি রয়েছে আমিরের। এই বাড়ি আয়তনে ১০২৭ বর্গফুট। এই বাড়ির দাম ৯ কোটি টাকা। ২০২৪ সালের জুন মাসে এই বাড়ি কিনেছিলেন অভিনেতা। বাড়ি কেনার সময়ে ৫৮.৫ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটিও করেন তিনি। রেজিস্ট্রেশনে খরচ হয়েছিল ৩০ হাজার টাকা। তবে পুরনো বাড়ির কাজ মিটলে আবার সেখানেই ফিরে যাবেন আমির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement