বলিউডে নতুন শুরু তুহিনা দাসের। ছবি: ফেসবুক।
দেড় বছর ধরে বাংলায় নেই তুহিনা দাস। নিজের রাজ্যে, নিজের শহরে যাতায়াত আছে। কিন্তু থাকেন বলিউডে। দেড় বছর ধরে কী করলেন অপর্ণা সেনের ছবি ‘ঘরে বাইরে আজ’-এর নায়িকা? তুহিনা নিজে আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন, পর পর তিনটি হিন্দি সিরিজ় করে উঠলেন তিনি। তিনটিই জাতীয় স্তরের ওয়েব প্ল্যাটফর্মে। তার মধ্যে একটি শীঘ্রই মুক্তি পাবে। নাম ‘ক্লিন আপ ক্রু’। এই সিরিজ়ে রবি কিষেণ, ‘মর্দানি’-খ্যাত বিশাল জেঠওয়া, ‘কালাপানি’-খ্যাত অময় বাগের সঙ্গে পর্দায়। গুরুত্বপূর্ণ চরিত্রে তিন বাঙালি— শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং তুহিনা দাস। পরিচালনায় রোহন ঘোষ।
‘ঘরে বাইরে আজ’ ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিমলা’ হয়েছিলেন ‘বৃন্দা’। তাঁকে সম্বোধন করা হয়েছিল ‘কুইন বি’ বলে। কাঁথির মেয়েটি কি আক্ষরিক অর্থেই বলিউডে ‘রানি’র আসন দখল করার চেষ্টায়? নইলে বাংলায় গোয়েন্দা ‘দময়ন্তী সেন’ সমাদর পাওয়ার পরেও কেন তিনি সে ভাবে বাংলায় নেই?
“যখন যেখানে অন্য ধারার চরিত্র পেয়েছি তখনই সেখানে কাজ করেছি। সেটা হতে পারে ‘ঘরে বাইরে আজ’, ‘দময়ন্তী সেন’, ‘আসছে আবার শবর’ কিংবা ‘অপরাজিতা’। হিন্দিতেও যে তিনটি সিরিজ় করেছি সেই তিনটিই অন্য রকম। সিরিজ় ‘ছল কপট’ তেমনই রহস্যে মো়ড়া কাহিনি। ‘ক্লিন আপ ক্রু’-তে আমিই একমাত্র অভিনেত্রী”, বললেন তুহিনা। তাঁর দাবি, একটি সিরিজ়ে একমাত্র অভিনেত্রী হওয়ার সুবিধা অনেক। প্রচারের আলো এবং দর্শকদের মনোযোগ— দুটোই মেলে। তুহিনার তৃতীয় সিরিজ়ের পটভূমিকায় ‘একা বাবা’র গল্প। মুখ্য ভূমিকায় কুণাল খেমু। তুহিনা তাঁর বিপরীতে। এ ছাড়াও অভিনয় করেছেন নেহা ধুপিয়া। সিরিজ়ের নাম এখনও ঠিক হয়নি। সবে শেষ হয়েছে শুটিং।
প্রথম ছবিতেই অপর্ণা সেনের পরিচালনায় সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন অভিনেত্রী। বিপরীতে যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য। যিশুর সঙ্গে বিবাহিত ‘বৃন্দা’র পরকীয়া ছিল। ‘ক্লিন আপ ক্রু’ সিরিজ়েও কি...? “একেবারেই না। অপুদার সঙ্গে আমার কোনও দৃশ্য নেই। যিশুদার সঙ্গে রয়েছে। কিন্তু এ বার আর কোনও রসায়ন দেখতে পাবেন না দর্শক”, বক্তব্য তুহিনার। তবে শুটিংয়ের অবসরে ফাঁক পেলেই চুটিয়ে গল্প করেছেন তাঁরা, জানিয়েছেন তিনি। মুম্বইয়ের নানা জায়গায় শুটিং হয়েছে। কলকাতায় যখন শুট করতে এসেছেন তখন আড্ডার পাশাপাশি পেটপুরে মাছ-ভাত খেয়েছেন।
বাংলায় গুঞ্জন, উভয়ে প্রেমে রয়েছেন। বলিউডে একত্রবাস করেন। আর সাহসী দৃশ্যে অভিনয় করা বাঙালি অভিনেত্রীর বলিউডে কাজ পাওয়া মানেই নাকি ‘শুয়েবসে কাজ জোগাড়!’ কথায় কথায় এই প্রসঙ্গ উঠতেই হেসে সারা তুহিনা। পাল্টা প্রশ্ন করলেন, “প্রেম করার ফুরসত পাচ্ছি না। তাও আবার রোহনের সঙ্গে! ওর সঙ্গে একাধিক কাজ করেছি বলে? না কি আমরা বলিউডে থাকি বলে?” তিনি প্রেমে নেই, এ কথা আরও একবার জানালেন তুহিনা। সপাট বললেন, “শুয়েবসে সুযোগ পেলে কাজের মধ্যে এত ‘গ্যাপ’ থাকত না। একের পর এক প্রথম সারির প্রযোজনা সংস্থায় নায়িকার চরিত্রে অভিনয় করতাম। কত পরিশ্রম করে কাজ পাচ্ছি সেটা আমিই জানি।”
বলিউডে নিয়মিত কাজের মধ্যে থাকা মানে অভিনয় দুনিয়ায় ‘কুলীন’ তকমা পাওয়া। তুহিনা সেই তকমা অর্জন করেছেন। কিন্তু বাংলায় যে কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ বাকি থেকে গেল?
“আমি তো বাংলা ছাড়িনি। অবশ্যই ওঁদের সঙ্গে কাজ করব। ওঁরাও নিশ্চয়ই আমার কথা ভাববেন। সেই জন্যই জাতীয় স্তরে কাজ করে আরও চৌকস হয়ে ওঠার চেষ্টা করছি”, আন্তরিক ভাবে বললেন তুহিনা।