অদ্রিজা রায়। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
টেলিভিশনের পরিচিত মুখ অদ্রিজা রায়। বেশ কয়েক মাস ধরে ‘সন্ন্যাসী রাজা’ ধারাবাহিকে ‘বিম্ববতী’র চরিত্রে অদ্রিজার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। এ বার তিনিই শেয়ার করলেন ‘বেবি’র ছবি!
আসল ঘটনাটি ঠিক কী? ‘বেবি’ অর্থে নিজের সন্তানের কথাই কি বলছেন অদ্রিজা?
রহস্য ফাঁস হয়েছে অদ্রিজার শেয়ার করা ছবিতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের পোষ্যর সঙ্গে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
অদ্রিজা কুকুর পছন্দ করেন। ছবিতে দেখা যাচ্ছে তাঁর পাশে বসে রয়েছে একটি অ্যালসেশিয়ান। অদ্রিজা লিখেছেন, ‘অফ ডে উইথ মাই বেবি লভ।’ অর্থাত্ ছুটির দিন নিজের পোষ্যর সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। আর সেই ছবি অনুরাগীদের জন্য ওয়েব মিডিয়ায় শেয়ারও করেছেন।
আরও পড়ুন, হঠাত্ই ইমোশনাল দিতিপ্রিয়া, কেন জানেন?
‘পটল কুমার গানওয়ালা’ ‘বধূবরণ’ সহ একের পর এক ধারাবাহিকে অদ্রিজা দর্শকদের মন জয় করেছেন। বছর দুতিনের কেরিয়ারেই তিনি ইন্ডাস্ট্রিতে নিজস্ব জায়গা তৈরি করতে পেরেছেন বলেই মনে করেন টলি মহলের একটা বড় অংশ। 😘😘 ❤️❤️❤️ ❤️ (_)
😘😘 ❤️❤️❤️
❤️ (_)
‘পটল কুমার গানওয়ালা’ ‘বধূবরণ’ সহ একের পর এক ধারাবাহিকে অদ্রিজা দর্শকদের মন জয় করেছেন। বছর দুতিনের কেরিয়ারেই তিনি ইন্ডাস্ট্রিতে নিজস্ব জায়গা তৈরি করতে পেরেছেন বলেই মনে করেন টলি মহলের একটা বড় অংশ। 😘😘 ❤️❤️❤️