দিতিপ্রিয়া ইদানিং আপনাদের অন্দরমহলে জায়গা করে নিয়েছেন। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘রানি রাসমণি’। অভিনয় দক্ষতার প্রমাণ ইতিমধ্যেই দিয়েছেন দিতিপ্রিয়া। পাশাপাশি তাঁর ব্যক্তিজীবন নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে।
শুটিং করতে করতেই নাকি হঠাত্ ইমোশনাল হয়ে পড়লেন অভিনেত্রী। কিন্তু হঠাত্ করে কেন ইমোশনাল হলেন দিতিপ্রিয়া? সে কারণও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
এই মুহূর্তে শান্তিনিকেতনে চলছে এই জনপ্রিয় ধারাবাহিকের শুটিং। সেখানেই অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। বছর ছ’য়েক আগে ‘অপরাজিত’ ধারাবাহিকেও প্রান্তিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। সে দিনের ছবি দেখে, সে দিনের কথা মনে করে আজ ইমোশনাল দিতিপ্রিয়া।