Advertisement
E-Paper

চার নজির: ২০২৬ সালে কী কী কীর্তি গড়তে পারেন কোহলি

নতুন বছরে চারটি মাইলফলক স্পর্শ করতে পারেন বিরাট কোহলি। তার মধ্যে তিনটি আন্তর্জাতিক ক্রিকেটে এবং একটি আইপিএলে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচেই হতে পারে দু’টি কীর্তি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৬:৩৫
picture of cricket

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

একগুচ্ছ নজিরের সামনে বিরাট কোহলি। ২০২৬ সালে চারটি মাইলফলক স্পর্শ করতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তার মধ্যে একটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে।

আইপিএলে ৯০০০ রান

প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ৯০০০ রান পূর্ণ করতে পারেন কোহলি। এখনও পর্যন্ত আইপিএলে ২৫৯টি ইনিংসে তিনি করেছেন ৮৬৬১ রান। মাইলফলকে পৌঁছোতে তাঁর প্রয়োজন আর ৩৩৯ রান। আরসিবি ছাড়া কোনও দলের হয়ে আইপিএল খেলেননি কোহলি। শেষ তিন মরসুমে কোহলি ৬০০ বা তার বেশি রান করেছেন। আশা করা হচ্ছে, আগামী আইপিএলেই ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করে ফেলবেন তিনি।

এক দিনের ক্রিকেটে ১৫০০০ রান

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেন কোহলি। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ১৮,৪২৬ রান রয়েছে। কোহলি এখনও পর্যন্ত ২৯৬টি ইনিংসে ১৪,৫৫৭ রান করেছেন। মাইলফলকে পৌঁছোতে কোহলির দরকার আর ৪৪৩ রান। ২০২৬ সালে বেশ কয়েকটি এক দিনের ম্যাচ খেলার সুযোগ পাবেন। তাই মাইলফলকে পৌঁছে যাওয়া কোহলির পক্ষে অসম্ভব নয়।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে কোহলির। আগামী ১১ জানুয়ারি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচেই এই কীর্তি অর্জন করতে পারেন কোহলি। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে কোহলির রান এখন ২৭,৯৭৫। তাঁর আগে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। আন্তর্জাতিক ক্রিকেটে সাঙ্গাকারার রান ২৮,০১৬। তাঁকে টপকানোর জন্য কোহলির প্রয়োজন ৪২ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে ২৮০০০ রান

আর ২৫ রান করলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৮০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি। এখনও পর্যন্ত তিন ধরনের ক্রিকেট মিলিয়ে ৬২৩টি ইনিংসে ২৭,৯৭৫ রান করেছেন তিনি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসাবে ২৮ রান করার কীর্তি গড়তে পারেন কোহলি।

Virat Kohli Milestone IPL ODI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy