Advertisement
E-Paper

সমাজমাধ্যমে ক্রমাগত হেনস্থা! প্রতিবাদে সাইবার অপরাধদমন শাখায় সৃজিত, যিশু, স্বরূপ-সহ টলিউড!

স্ক্রিনিং কমিটির গত বছরের শেষ মিটিংয়ে জানানো হয়েছিল, সমাজমাধ্যমে লাগাতার হেনস্থার প্রতিবাদ জানাবেন তারকারা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৬:০৯
Screening Committee went Lalbazar To Complaint For Social Media Harassment

সাইবার অপরাধদমন শাখায় সৃজিত, যিশু, স্বরূপ-সহ টলিউড! —ফাইল চিত্র।

২০২৫-এর শেষে স্ক্রিনিং কমিটি জানিয়েছিল, সমাজমাধ্যমে অভিনেতা, প্রযোজক-সহ টলিউডের খ্যাতনামীদের লাগাতার হেনস্থার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হবে টলিউড।

শুক্রবার, ২০২৬-এর দ্বিতীয় দিনে লালবাজার সাইবার অপরাধদমন শাখায় উপস্থিত হন স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। এঁদের সঙ্গে ছিলেন শ্রীকান্ত মোহতা, সৃজিত মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, নিসপাল সিংহ রানে, নীলরতন দত্ত, রানা সরকার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়-সহ টলিউডের বিশিষ্টেরা।

সাইবার অপরাধদমন শাখায় অভিযোগ জানাতে গিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, ইন্দ্রদীপ দাশগুপ্ত, যিশু সেনগুপ্ত-সহ আরও অনেকে।

সাইবার অপরাধদমন শাখায় অভিযোগ জানাতে গিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, ইন্দ্রদীপ দাশগুপ্ত, যিশু সেনগুপ্ত-সহ আরও অনেকে। —নিজস্ব চিত্র।

অপরাধদমন শাখার দফতরে যাওয়ার আগে লালবাজারের সামনে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন ফেডারেশন সভাপতি স্বরূপ। বলেন, ‘‘লাগাতার অকারণ হেনস্থার বিরুদ্ধে পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। এই অনৈতিক কার্যকলাপ বন্ধ করতেই সবাই লালবাজারে এসেছেন।’’ তিনি আরও জানান, একটি অভিযোগপত্র জমা দেওয়া হবে। ওই অভিযোগপত্রে সই করেছেন টলিউডের অধিকাংশ খ্যাতনামীরা।

সাইবার অপরাধদমন শাখার আধিকারিকদের সঙ্গে এ দিন এক ঘণ্টারও বেশি সময় ধরে টলিউড তারকাদের বৈঠক চলে।

বৈঠকশেষে সাংবাদিকদের মুখোমুখি হন পিয়া, স্বরূপ, শ্রীকান্ত, যিশু, পরমব্রত, ইন্দ্রদীপ দাশগুপ্ত, নিসপাল এবং রানা। নগরপাল মনোজ বর্মার হাতে তুলে দেওয়া অভিযোগপত্রে ওই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জাননো হয়েছে।

টলিউডের তরফে জমা দেওয়া সেই অভিযোগপত্র।

টলিউডের তরফে জমা দেওয়া সেই অভিযোগপত্র। ছবি: সংগৃহীত।

পিয়া এবং স্বরূপ বলেন, ‘‘আমরা নগরপাল এবং সাইবার অপরাধদমন শাখার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সাইবার হেনস্থা, ম্যানিপুলেশন করে ছবির রেটিং কমিয়ে দেওয়া, বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া — এসব কাম্য নয়। কর্তৃপক্ষ আমাদের অভিযোগ মন দিয়ে শুনেছেন। প্রশাসন কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে।’’

শুক্রবার লালবাজারে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস।

শুক্রবার লালবাজারে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। —নিজস্ব চিত্র।

একই সুর বাকি সকলের বক্তব্যেও। শ্রীকান্ত, নিসপাল-সহ সকলেই বলেন, "হুমকি, প্ররোচনামূলক আবহাওয়া টলিউডে এর আগে ছিল না। আমরা সকলেই চাইছি, এই ধরনের অনৈতিকতা বন্ধ হোক। প্রশাসন আমাদের পাশে আছে।"

কেউ সরাসরি নাম উল্লেখ না করলেও ‘হুমকি সংস্কৃতি’ প্রসঙ্গে বারে বারে উঠে এসেছে দেবের নাম। প্রসঙ্গ তুলতেই স্বরূপের সাফ জবাব, ‘‘কেন একজনের নাম এ ভাবে উচ্চারিত হচ্ছে? আমরা কি কেউ দেবের নাম বলেছি? যাঁরা এই অপসংস্কৃতির নেপথ্যে রয়েছেন, আমরা তাঁদের বিরুদ্ধে সরব।’’

Federation Tollywood News Swarup Biswas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy