Dev And Subhashree

বড়দিনে ফের দেব-শুভশ্রী মুখোমুখি? দুই তারকাকে একসঙ্গে আনতে কে জায়গা ছেড়ে পিছিয়ে গেলেন?

খবর, আবার নাকি দেব-শুভশ্রীকে দেখা যাবে বড়দিনে। কোন রূপে, কী ভাবে দেখা দিতে চলেছেন জনপ্রিয় জুটি?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১২:৩৮
Share:

দেব-শুভশ্রী জুটিতে ফিরছেন? ছবি: ফেসবুক।

‘ধূমকেতু’ মুক্তির পর থেকেই অনুরাগীদের আবদার, ফের বড়পর্দায় একসঙ্গে ফিরুন দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুই অভিনেতার কাছে একই প্রশ্ন রেখেছেন সাংবাদিকেরাও। বড়দিনের আগে নাকি সে রকমই কিছু ঘটতে চলেছে?

Advertisement

মঙ্গলবার জানা গিয়েছে, রাসপূর্ণিমার দিন অর্থাৎ বুধবার প্রকাশ্যে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির প্রচার-ঝলক। এই ছবির যৌথ প্রযোজনায় এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া। তা হলে কি ২৩ ডিসেম্বরে শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনির ‘বিজয়নগরের হিরে’ নয়, মুক্তি পাচ্ছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’? ছবির অন্যতম প্রযোজক রানা সরকার আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, সকলের সঙ্গে আলোচনা করে ডিসেম্বরে সৃজিতের ছবি আনারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রসিকতাও করেছেন, “চৈতন্যদেবের সঙ্গে ‘দেব’ নামটি এমনিতেই জুড়ে আছে।”

‘প্রজাপতি ২’ আর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ আসছে বড়দিনে। ছবি: ফেসবুক।

এই আলোচনা অনুযায়ী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘কাকাবাবু’ ছবিটি সম্ভবত মুক্তি পাবে আগামী ২৩ জানুয়ারি। ‘স্ক্রিনিং কমিটি’র বৈঠক অনুযায়ী ওই তারিখে এসভিএফের আরও একটি ছবি মুক্তি পাওয়ার কথা।

Advertisement

অর্থাৎ, ২৩ ডিসেম্বর মুক্তি পাবে দেবের ‘প্রজাপতি ২’, কোয়েল মল্লিকের ‘মিতিন মাসি’ এবং শুভশ্রী অভিনীত ‘লহ গৌরাঙ্গের নাম রে’। একই ছবিতে দুই তারকা অভিনয় না করলেও দেব-শুভশ্রী একই দিনে পর্দায় ভিন্ন স্বাদের দু’টি ছবি নিয়ে আসছেন। তাতেই খুশি ‘দেশু’র ভক্তরা। অতনু রায়চৌধুরী প্রযোজিত ‘প্রজাপতি ২’তে দেব সম্ভবত আধুনিক প্রজন্মের প্রতিনিধি। ছবির ‘লুক’ তেমনই বলছে। অন্য দিকে, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে ‘নটী বিনোদিনী’র চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। প্রসঙ্গত, এই চরিত্রে বছরের শুরুতেই নামভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement