Bollywood Movie

বাংলার ‘দেবী’ই কী হিন্দিতে ‘দেবদিদি’ হলেন?

আরেকটা দেবদাস। তা-ও আবার হিন্দিতে। আর এ বার বোধহয় তা হিন্দি ছবি ‘দেবদাস’ এর রিমেক। সম্প্রতি পরিচালক ঋক বসু বাংলা ছবি ‘দেবী’ তৈরি করেছেন। যে ছবিতে ‘দেবী’ চরিত্রে দেখা গিয়েছিল পাওলি দামকে। দেবদাস যদি মহিলা হতেন তাহলে তিনি কেমন হতেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ১৪:০৬
Share:

আরেকটা দেবদাস। তা-ও আবার হিন্দিতে। আর এ বার বোধহয় তা হিন্দি ছবি ‘দেবদাস’ এর রিমেক। সম্প্রতি পরিচালক ঋক বসু বাংলা ছবি ‘দেবী’ তৈরি করেছেন। যে ছবিতে ‘দেবী’ চরিত্রে দেখা গিয়েছিল পাওলি দামকে। দেবদাস যদি মহিলা হতেন তাহলে তিনি কেমন হতেন? আর সে যদি কন্টেম্পোরারি হয়। আপত্তি কীসে? আপত্তি থাকার কথা নয়। তবে আপত্তি টোকাটুকিতে। সম্প্রতি একতা কপূর প্রযোজিত একটি হিন্দি ছবির ট্রেলার সামনে এসেছে। ছবির নাম ‘দেবদিদি’। কেন ঘোষ ছবির পরিচালনা করছেন। ছবির থিমে হুবহু মিল বাংলা ‘দেবী’র। তাহলে কী একতা ঋকের ছবি টুকে দিলেন?

Advertisement

আরও পড়ুন, ‘আমি এক অনুরাগীকে নিগ্রহ করেছি? কোথা থেকে এ সব খবর পান আপনারা?’

‘দেবী’ মুক্তি পাওয়ার সময়ই শোনা যাচ্ছিল যে ‘দেবদিদি’ বলে একটি হিন্দি ছবি তৈরি হচ্ছে, যা ঋকের ছবির প্লটের সঙ্গে অনেকটাই মিল। এর বিরুদ্ধে সরবও হয়েছিলেন পরিচালক ঋক বসু। ‘দেবদিদি’ আসলে জয়পুরের দেবিকা ধরম দ্বিবেদী। উশৃঙ্খল জীবনযাপন, কথায় কথায় গালিগালাজ এই শব্দগুলি ভীষণ ভাবে যায় দেবিকা দেবীর সঙ্গে।

Advertisement

দেবিকার চরিত্রে ছবিতে অভিনয় করছেন অসীমা বর্ধন। এছাড়াও রয়েছেন সঞ্জয় সুরি, অখিল কপূর, সুনীল সিংহ এবং আরও অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন