Gourab Roy chowdhury

গলায় হার, চোখে কাজল দিয়ে পুরুষেরাও সাজতে পারেন, পথ দেখাচ্ছেন গৌরব!

নিত্যনতুন পোশাকে মাঝেমাঝেই নানা ভাবে ধরা দেন অভিনেতা গৌরব রায়চৌধুরী। নতুন লুক কি পথ দেখাচ্ছে নতুন প্রজন্মকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৮:২৮
Share:

অভিনেতা গৌরব রায়চৌধুরী। ছবি: সংগৃহীত।

প্রতি দিন ফ্যাশনের সংজ্ঞা বদলাচ্ছে। নায়িকারা মেকআপ করবেন। নায়কদের সাদামাঠা দেখাবে। এমনই প্রচলিত ছিল। কিন্তু দিনে দিনে সাজপোশাকের ধরন বদলাচ্ছে। কাজের ফাঁকে অভিনেতা-অভিনেত্রীদের নিত্যনতুন ফটোশুট দেখা যায় সমাজমাধ্যমের পাতায়। মেয়েদের লুক নিয়ে যেমন পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে তেমনই পুরুষেরাও নিজেদের লুক নিয়ে অনেক ধরনের পরীক্ষা করছেন। সম্প্রতি, সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে অভিনেতা গৌরব রায়চৌধুরীর একটি ছবি। যেখানে নায়কের পরনে একটি কালো পাঞ্জাবী। চোখে কাজল। গলায় দু’টি ডিজ়াইনার হার। ইদানীং অনেক অভিনেতা বা পোশাকশিল্পীদের দেখা যায় বিভিন্ন ধরনের গয়না পরতে। তবে টেলিপাড়ার নায়কদের মধ্যে এমন সাজপোশাক খুব একটা প্রচলিত নয়। ছোট পর্দার অভিনেতারা ইদানীং অনেক ধরনের সাজপোশাক পরে ইনস্টাগ্রামে ছবি দিচ্ছেন। তা নিয়ে আলোচনাও হচ্ছে।

Advertisement

এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে গৌরব বলেন, “ভারতীয় ইতিহাসে পুরুষদের কিন্তু গয়না পরার একটা ঐতিহ্য আছে। রাজাদের আমলে তাঁরা কিন্তু এমন সাজপোশাকই করতেন৷ সময়ের সঙ্গে ট্রেন্ড তো বদলাবেই। এখন কিন্তু অনেকে বাহারি সাজেন। তাতে প্রশংসিতও হন। সেই আত্মবিশ্বাসের প্রয়োজন।” অভিনেতা না হলে কি এ ভাবে নিজের লুক নিয়ে পরীক্ষা করতে পারতেন? অভিনেতার সাফ জবাব, অবশ্যই করতে পারতেন। প্রাচীন যুগেও পুরুষদের এ ভাবে দেখা যেত। সুতরাং, এটা না করার কিছু নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement